প্রচ্ছদ জাতীয় এবার অ্যাকশন শুরু– ড. ইউনূস

এবার অ্যাকশন শুরু– ড. ইউনূস

যারা অপরাধী তাদের বিচার করতেই হবে। তা না হলে আমরা মুক্তি পাবো না। তবে যে নিরপরাধ তার ওপরে কোন রকমের অপবাদ লাগিয়ে দিয়ে, অত্যাচার চালিয়ে আবার বর্বরতার দিকে যেন আমরা চলে না যাই।যখন অ্যাকশন নেয়া শুরু হবে, তখন সবার সমর্থন চাই।

সম্প্রতি অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের বক্তব্যের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়।

ভিডিও পর্যবেক্ষণে দেখা যায় বক্তব্যটি ড. মুহাম্মদ ইউনূস রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পুরো ভিডিও পর্যবেক্ষণে দেখা যায় তিনি আরো বলেন, ‘এটা খুব গুরুত্বপূর্ণ সময় পার করছি আমরা। আমরা যাতে এক হতে পারি। কেউ আমাদের বিদেশি আক্রমণকারী না, আমরা আমরাই। আমরা গলাগলি করে বাঁচতে চাই, মারামারি করে না।

সুত্রঃ দৈনিক জনকন্ঠ