নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেনের নাম ও ছবিযুক্ত একটি ফেসবুক পেজ থেকে সম্প্রতি সমন্বয়কদের হুমকি দিয়ে একটি পোস্ট দেওয়া হয়।
এই পোস্টে বলা হয়, ‘৫৮ জন সমন্বয়ক ও সহসমন্বয়কের তালিকা অনুযায়ী পরিবারের সদস্য ও ঠিকানা সংগ্রহ শুরু হয়েছে, একটাকেও পালাতে দেয়া হবে না।’
তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে, আলোচিত ওই ফেসবুক পেজটি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের আসল ফেসবুক পেজ নয়। বরং, এটি সাদ্দাম হোসেনের নামে ফেসবুকে পরিচালিত একটি ভুয়া পেজ।
পেজটি ২০১৯ সালের ২৬ নভেম্বর ‘শেখ ফজলে শামস পরশ’ নামে চালু করা হয়েছিল এবং চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত তিন বার পেজটির নাম পরিবর্তন করা হয়েছে।
রিউমর স্ক্যানার জানিয়েছে, সমন্বয়কদের হুমকি দেওয়া আলোচিত পোস্টটির সূত্রধরে সাদ্দাম হোসেনের নামে পরিচালিত পেজটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। পেজটির বায়োতে ‘আমার আগের পেজ নষ্ট হইয়া গেছে এই পেজটি সবাই ফলো করবেন বাংলাদেশ ছাত্রলীগ’ শীর্ষক লেখা দেখা যায়। এই বাক্যটির বানানে কিছু অসঙ্গতি পরিলক্ষিত হয়; যা একটি ছাত্রসংগঠনের সভাপতির অফিশিয়াল পেজের সঙ্গে মানানসই নয়।
এ ছাড়াও, পেজটির ট্রান্সপারেন্সি সেকশন পর্যবেক্ষণ করে দেখা যায়, পেজটি ২০১৯ সালের ২৬ নভেম্বর চালু করা হয়েছিল। সেসময় পেজটির নাম ছিল ‘শেখ ফজলে শামস পরশ’। পরবর্তীতে ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর পেজটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘Md Nuyed Miah’। এরপর চলতি বছরের ১০ ফেব্রুয়ারি আবারও পেজটির নাম পরিবর্তন করা হয়।
এবার নাম রাখা হয় ‘Md Nuyed Miah MP’। এরপর সর্বশেষ চলতি বছরের ১৭ আগস্ট পেজটির নাম পরিবর্তন করে ‘Hussain Saddam’ রাখা হয়। অর্থাৎ, ‘শেখ ফজলে শামস পরশ’ নামে পেজটি চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত তিনবার এর নাম পরিবর্তন করা হয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন (৫ আগস্ট) পরবর্তী সময়ে এই পেজটির নাম পরিবর্তন করে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের নামে রাখা হয়েছে।
রিউমর স্ক্যানার বলছে, পর্যবেক্ষণে দেখা যায়, পেজটি বর্তমানে চারজন এডমিন দ্বারা পরিচালিত হচ্ছে; যাদের সবাই বাংলাদেশে অবস্থান করছেন।
পরবর্তী অনুসন্ধানে বাংলাদেশ ছাত্রলীগের ফেসবুক পেজে ২৫ ডিসেম্বর প্রকাশিত এক পোস্টে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের ভেরিফায়েড পেজ এবং ব্যক্তিগত আইডি উদ্দেশ্যপ্রণোদিত রিপোর্টিং এর কারণে এখনো সক্রিয় করা সম্ভব হয়নি। ফেসবুক পেজ বা আইডি চালু হলে জানিয়ে দেয়া হবে। বিভিন্ন ফেক পেজ ও আইডির বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ করা হচ্ছে। ফেক আইডি বা পেজের পোস্টের আলোকে ভুল তথ্য না ছড়ানোর জন্য ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের অনুরোধ করা হচ্ছে।’
সেই পোস্টে সাদ্দাম হোসেনের বর্তমানে ব্যবহৃত ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টের লিংকও শেয়ার করা হয়। সেই পোস্ট থেকে এটা নিশ্চিত যে, আলোচিত ফেসবুক পেজটি সাদ্দাম হোসেনের নয় বরং এটি তার নামে পরিচালিত একটি ভুয়া পেজ।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |