প্রচ্ছদ অপরাধ পিস্তলসহ ৪ তরুণ-তরুণী আটক

পিস্তলসহ ৪ তরুণ-তরুণী আটক

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড় থেকে পিস্তলসহ চার তরুণ-তরুণীকে আটক করেছে তাজহাট থানা পুলিশ। সোমবার (৩০ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

গোপন সংবাদের ভিত্তিতে তাজহাট থানা পুলিশ তাদের একটি প্রাইভেট গাড়িসহ আটক করে। পরে এ চার তরুণ-তরুণীকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সর্দার বলেন, পিস্তলটি আসল না নকল, তা আমরা খতিয়ে দেখছি। একইসাথে গ্রেফতার দুই তরুণ অন্য কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত কিনা তাও জানতে হবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।