
হেড লাইন: ‘বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই। তাদেকে সম্ভাব্য সব উপায়ে সহযোগিতা করবে পাকিস্তান’—এ মন্তব্য করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম মিনিট মিররের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে বৈশ্বিক নানা বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি বাংলাদেশ প্রসঙ্গেও কথা বলেন ইশহাক দার।
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে বাংলাদেশ সরকারের পতনের পর ঢাকা ও ইসলামাবাদ সম্পর্ক নতুন গতিতে এগিয়ে যাচ্ছে। ১৯৭১ সালের পর প্রথমবার সরাসরি সমুদ্র যোগাযোগ চালু হয়েছে এবং পাকিস্তান-বাংলাদেশ কার্গো পরিদর্শন সংক্রান্ত নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সম্প্রতি পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী করাচি থেকে একটি পণ্যবাহী জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে, যা ১৯৭১ সালের পর প্রথম কোনো পাকিস্তানি পণ্যবাহী জাহাজের বাংলাদেশে নোঙর করার ঘটনা।
এছাড়া, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শিগগিরই সরাসরি ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার এস এম মাহবুবুল আলম। তিনি বলেন, এই উদ্যোগ দুটি দেশ এবং তাদের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে।
সূত্র: জনকণ্ঠ । Janakantha







































