প্রচ্ছদ দেশজুড়ে পাহাড়ে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে ছিল অজ্ঞাত লাশ, যেভাবে উদ্ধার করলো পুলিশ

পাহাড়ে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে ছিল অজ্ঞাত লাশ, যেভাবে উদ্ধার করলো পুলিশ

রাঙামাটির লংগদুতে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে কিভাবে মারা গেছেন সেই বিষয় কিছু জানাতে পারেননি পুলিশ। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে লংগদুত থানা পুলিশ উপজেলা সদরের কিচিং ছড়া নামক স্থান থেকে ওই লাশ উদ্ধার করে।

লংগদুত থানা সূত্রে জানা যায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সেখান থেকে দুপুর ১২টার দিকে গুলিবিদ্ধ একটি লাশ তারা উদ্ধার করে। লাশের পরিচয় বা রাজনৈতিক পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। এছাড়া কখন মারা গেছে সে বিষয়েও কোন তথ্য জানাতে পারেনি পুলিশ।

লংগদু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিক্রম চাকমা জানান, আমরা শুনেছি শিলছড়ি গ্রামের কিচিংছড়া এলাকায় একজন ইউপিডিএফ কর্মী মারা গেছে। তবে কখন, কিভাবে মারা গেছে বা তার নাম পরিচয় নিশ্চিত হতে পারেনি।

লংগদুত থানার অফিসার ইনচার্জ মো. ফেরদৌস ওয়াহিদ জানান, আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলা সদরের কিচিং ছড়া নামক এলাকা থেকে একটি গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছি। তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র : বাংলা ট্রিবিউন