হেড লাইন: বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সম্মিলিত প্রয়াসে জুলাই-আগস্টে ছাত্রজনতার আন্দোলনে পতন হয়েছে স্বৈরাচারী সরকারের। এসব শ্রেণিপেশার মানুষের মধ্যে অন্যতম ভূমিকা রেখেছিল র্যাপাররা। বিশেষ করে তরুণ র্যাপার হান্নান হোসাইন শিমুলের ‘আওয়াজ উডা’ এবং মোহাম্মদ সেজানের ‘কথা ক’ আন্দোলনকে আরও বেগবান করে। আর তার স্বীকৃতিস্বরূপ কণ্ঠযোদ্ধা হান্নান ও সেজান এবার ঠাঁই করে নিয়েছেন পাঠ্যবইয়ে।
সপ্তম শ্রেণির পাঠ্যবইতে বলা হয়েছে, ‘আপনি কি সেজানের ‘‘কথা ক’’ গানটি শুনেছেন? আগের প্রজন্মের শিল্পীরা গানকে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করতে ভয় পেলেও সেজান ও হান্নানের মতো শিল্পীরা সে সাহস দেখিয়েছেন।’
‘নতুন প্রজন্ম’ শিরোনামে ইংরেজি পাঠ্যবইয়ের সেই লেখায় বলা হয়েছে, ‘তাদের র্যাপ গানগুলো ২০২৪ সালের জুলাই বিদ্রোহের সংগীতে পরিণত হয়েছিল। নতুন প্রজন্ম আর ভয় পায় না; তারা সাহসী এবং ব্যতিক্রম।’
নারায়ণগঞ্জের তরুণ র্যাপার হান্নানের ‘আওয়াজ উঠা’ গানটি প্রকাশের মাত্র এক সপ্তাহ পর ২৫ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়। ১২ দিন কারাবরণ শেষে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি মুক্তি পান। এ ছাড়া ১৬ জুলাই প্রকাশের পরপরই সেজানের ‘কথা ক’ গানটিও জুলাই বিদ্রোহের অন্যতম অংশ হয়ে ওঠে।
সূত্র: জনকণ্ঠ । Janakantha
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |