
মেজর ডালিমের লাইভে আসা প্রশ্ন বার বার এড়িয়ে যান স্বরাষ্ট্র উপদেষ্টা, কোনভাবেই তার কাছ থেকে কোন উত্তর পাওয়া যায়নি, তিনি বার বার এড়িয়ে গিয়ে পাসপোর্ট বিষয়ে কথা বলা শুরু করেন! নিচে তার ভিডিও দেওয়া আছে…
শরিফুল হক ডালিম, যিনি মেজর ডালিম নামেই বেশি পরিচিত। বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা।অভিযোগ ছিল ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে তিনি জড়িত ছিলেন। আজ রবিবার (৫ ডিসেম্বর) সোশ্যাল মিডিয়া ইউটিউবে আজ রাত ৯ টায় প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের নিজস্ব ইউটিউব চ্যানেলে বিশেষ লাইভে যুক্ত ছিলেন।যেখানে তিনি তাঁর জীবন ও সাম্প্রতিক সময়ের ঘটে যাওয়া নানা ইস্যু নিয়ে কথা বলেছেন।মেজর ডালিমের বিশেষ সেই সাক্ষাৎকারের ধারাবাহিকভাবে ৫ পর্বের পাঠকদের জন্য আজ থাকছে প্রথম পর্ব। আলোচনার শুরুতেই সাংবাদিক ইলিয়াস হোসেন বলেন, আমাদের জাতির সূর্যসন্তান যিনি ২০২৪ সালের আন্দোলন দেখেছেন,১৯৭৫ সালে জাতিকে সফলতা এনে দিয়েছিলেন।যে কারণে আপনাকে আমরা মেজর ডালিম হিসেবে ডাকতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আপনি জাতিকে এড্রেস করতে পারেন।
সাংবাদিক ইলিয়াসের প্রশ্নের জবাবে মেজর ডালিম বলেন, আজ অনেক বছর পর দেশবাসীর তরফ থেকে, বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আংশিক সফলতা অর্জন করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই। তাদের তাদের লাল সালাম জানাচ্ছি। সম্পূর্ণ বিজয় উল্লেখ হয় নি উল্লেখ করে মি. ডালিম আরো বলেন, সম্পূর্ণ বিজয় এখনো আমাদের অর্জিত হয়নি। চলমান বিপ্লবের ধারায় সঙ্গ দিতে হবে। চতুর্থ রিপাবলিক মানে চতুর্থ বিপ্লবের কথা উল্লেখ করছি। তিনি আরো বলেন, আমি এবং আমার সাথী ভাইয়েরা যারা এখনো বেঁচে আছি আমরা যদি আমাদের বর্তমান প্রজন্মের বিপ্লবী ছাত্র জনতাদের বিপ্লবী কর্মকান্ডে কোনরকম অবদান রাখতে পারি; আমাদের নিজস্ব অভিজ্ঞতা, যোগাযোগ থেকে তাহলে আমরা সেটা করতে প্রস্তুত।