প্রচ্ছদ আন্তর্জাতিক পথে বসতে যাচ্ছে ভারতের মহাকাশ শিল্প!

পথে বসতে যাচ্ছে ভারতের মহাকাশ শিল্প!

মার্কেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম ট্র্যাক্সেনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ভারতের মহাকাশ শিল্পে বিনিয়োগ ৫৫ শতাংশ হ্রাস পেয়েছে। ২০২৪ সালে ভারতের মহাকাশ শিল্পে তহবিল সংগ্রহে উল্লেখযোগ্য হ্রাস পরিলক্ষিত হয়েছে। বিগত বছরের তুলনায় এই হ্রাসের পরিমাণ ৫৫%। বিশেষজ্ঞরা এই পতনের পেছনে বিনিয়োগকারীদের আস্থার অভাব এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাবকে দায়ী করছেন। তবে, সরকারের সাম্প্রতিক নীতিগত পরিবর্তন এবং বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে এই পরিস্থিতির উন্নতি সম্ভব বলে ধারণা করা হচ্ছে।

গত পাঁচ বছরে প্রথমবারের মতো পতনের ইঙ্গিত দেয়। এই হ্রাসের পেছনে বৈশ্বিক মহাকাশ খাতে বিনিয়োগে ২০ শতাংশ নিম্নগামী প্রবণতার ভূমিকা রয়েছে। বিশ্বজুড়ে মহাকাশ কোম্পানিগুলো গত পাঁচ বছরে প্রায় ২৮ বিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছে, যেখানে ভারতের কোম্পানিগুলো তুলনামূলকভাবে কম, প্রায় ২.১ বিলিয়ন ডলার তহবিল পেয়েছে।

মহাকাশ খাতকে আরও উৎসাহিত করতে ভারত সরকার ২০২৪ সালের অক্টোবর মাসে মহাকাশ স্টার্টআপগুলোর জন্য ১০০০ কোটি রুপির একটি তহবিল অনুমোদন করেছে। পাশাপাশি ২০৩৩ সালের মধ্যে বৈশ্বিক বাণিজ্যিক মহাকাশ বাজারে ভারতের অংশ বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছে।

শিল্পের সংশ্লিষ্টরা বলছেন, ২০২৫ সালে এই খাতে বিনিয়োগের প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে। Speciale Invest-এর ম্যানেজিং পার্টনার বিশেষ রাজারাম বলেন, “পরবর্তী ১২ মাস ভারতের মহাকাশ প্রযুক্তি স্টার্টআপগুলোর ভবিষ্যত নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।”

সূত্র : ইনকিলাব

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।