প্রচ্ছদ জাতীয় জানা গেল বাংলাদেশে রোজা শুরুর সম্ভাব্য তারিখ

জানা গেল বাংলাদেশে রোজা শুরুর সম্ভাব্য তারিখ

এ বছরের পবিত্র রমজান মাসের শুরু হতে আর মাত্র দুই মাসেরও কম সময় বাকি। মুসলিম বিশ্বে সবচেয়ে পবিত্র এই মাসকে স্বাগত জানাতে ইতোমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছেন মুসলমানরা। রমজান মাসের জন্য এই মুহূর্তে বিভিন্ন দেশ তাদের পরিকল্পনা শুরু করে দিয়েছে এবং কিছু দেশ সম্ভাব্য তারিখও ঘোষণা করেছে।

হিজরি ক্যালেন্ডারের অনুযায়ী, রমজান মাস শাবানের পরেই আসে। ২০২৫ সালে রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ নিয়ে সম্প্রতি ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৫ সালের ১ মার্চ (শনিবার) রমজান শুরু হতে পারে। এর আগে চাঁদ দেখার ওপর নির্ভর করছে রমজান শুরুর দিন।

এ ছাড়াও দেশটির দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালের ১ মার্চ রোজা শুরু হতে পারে যদি চাঁদ দেখা যায়। তবে তাদের দাবি, চাঁদ দেখার সিদ্ধান্তের ওপরই চূড়ান্ত তারিখ নির্ভর করবে।

আরব আমিরাতের রোজা শুরুর একদিন পর থেকে সাধারণত বাংলাদেশে রোজা শুরু হয়। এর মানে, ১ মার্চ থেকে রোজা শুরু হলে বাংলাদেশে রোজা শুরু হতে পারে ২ মার্চ ২০২৫ (রোববার)। এর ফলে বাংলাদেশে রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ ২ মার্চ হতে পারে।

এ ছাড়া, ২০২৫ সালে ঈদুল ফিতরের তারিখও চাঁদ দেখার ওপর নির্ভর করবে। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরু হওয়ার পর বাংলাদেশেও তার অনুসরণ করা হয়, তাই বাংলাদেশের মুসলমানরা সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর রমজান মাস শুরু করে থাকেন।

এদিকে, মুসলিম বিশ্বে রমজান শুরুর তারিখ নিয়ে নানা পূর্বাভাস দিলেও চাঁদ দেখা না গেলে চূড়ান্ত তারিখ জানানো সম্ভব নয়। তাই চাঁদ দেখার পরই রমজান শুরুর বিষয়টি নিশ্চিত হবে।

সূত্র : কালবেলা

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।