প্রচ্ছদ বিনোদন চুরি করতে এসে যা করলো তাহসান ও তার বৌ!

চুরি করতে এসে যা করলো তাহসান ও তার বৌ!

সাম্প্রতিক সময়ে জনপ্রিয় নাটক “অপহরণ”-এ এক দৃশ্যে দর্শকদের অবাক করা এক ঘটনা দেখানো হয়েছে। নাটকের সঙ্গী ফুলবানু চরিত্রে তাসনিয়া ফারিন, বাড়ির মালিকের অন্ধ অবস্থায় থাকা পুরুষকে রান্না করে খাবার দেওয়ার সময় ধরা পড়ে। বাড়ির মালিক, যিনি চোখে দেখতে পান না, ফুলবানুকে প্রশ্ন করেন, “তুমি কে? এই বাড়িতে কিভাবে এলে?” এবং তার আচরণ দেখে তিনি বিস্মিত হয়ে বলেন, “কথা বলছো না কেন?”

ফুলবানু পরিস্থিতি সামলানোর জন্য দ্রুত পাল্টা উত্তর দেয়, “রহিমার মেয়ে অসুস্থ, তাই আমাকে পাঠানো হয়েছে আপনার সাত দিনের রান্না করে ফ্রিজে রেখে দেওয়ার জন্য।” এই যুক্তি দিয়ে তিনি বাড়ির ভিতরে প্রবেশ করার অনুমতি চান। তবে, বাড়ির মালিক প্রথমে সন্দেহ করলে বলেন, “আমি তো বিশ্বস্ত লোক ছাড়া কাউকে বাড়িতে ঢুকাই না। তুমি এখানে কীভাবে ঢুকলে?”

এমন পরিস্থিতিতে ফুলবানু একটি চতুর উত্তর দেন, “দরজা ধাক্কা মেরে ঢুকেছি।” অবশেষে, বৃদ্ধ ব্যক্তি চাতুরতা বুঝতে না পেরে সম্মতি দিয়ে বলেন, “যেহেতু তুমি ঢুকেই পড়েছো, খাবার দাও।”

এই সীনটি নাটকের উত্তেজনাপূর্ণ মুহূর্ত হিসেবে প্রকাশিত হয়েছে এবং দর্শকদের মাঝে আলোচনার সৃষ্টি করেছে।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।