
পদত্যাগ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ক্রমবর্ধমান চাপের মুখে মঙ্গলবার (১৪ জানুয়ারি) মন্ত্রীসভা থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান মঙ্গলবার তার পদত্যাগের বিষয়টি জানিয়েছে।
টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশে অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ প্রায় ৫ বিলিয়ন ডলার আত্মসাৎ এবং লন্ডনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে ফ্ল্যাট উপহার নিয়েছেন বলে অভিযোগ ওঠে। এরপর থেকে চাপে ছিলেন টিউলিপ।
এরপর থেকেই নেটিজেনরা তাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করতে দেখা যায়। অনেকেই নিজের উচ্ছ্বাস ও আবেগ প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।
ইকবাল প্রধান নামে একজন ফেসবুকে লিখেছেন, টিউলিপ প্রমান করলো শেখ পরিবার পৃথিবীর যেখানেই ক্ষমতা পাক দুর্নীতি করবেই। সেই সঙ্গে তাদেরকে ঘাড়ে ধাক্কা না দিলে ক্ষমতা ছাড়ে না।
মো. আকতার হোসাইন নামে একজন লিখেছেন, টিউলিপ সিদ্দিকির পদত্যাগে বুঝা যায় স্বৈরাচার খুনি হাসিনার পরিবার কত বড় দুর্নীতিবাজ ও ধোঁকাবাজ ছিল। শেখ পরিবার ও আওয়ামী লীগ এ দেশের মাটি থেকে মুছে ফেলতে হবে। মহান আল্লাহর কাছে শোকরিয়া যে- আমরা শেখ হাসিনার হাত রেহাই পেয়েছি।
সুমন চৌধুরী নামে একজন লিখেছেন, শেখ পরিবার যেন একটি চোরের কারখানা। ওরা দেশে-বিদেশে আন্তর্জাতিকভাবে চুরি করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। শেখ হাসিনার আওয়ামী লীগ এবং ভারত বাংলাদেশের জন্য অত্যন্ত ভয়ংকর।
মো. ইমামুল হাসান নামে একজন লিখেছেন, চোরের বংশধর হলে যা হয় আরকি। গ্ৰামের একটা প্রবাদ প্রচলিত আছে ‘ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে’ এবার চোরের মা খালারা কি বলবেন। আল্লাহর বিচার সঠিকভাবে করেন আলহামদুলিল্লাহ।







































