প্রচ্ছদ জাতীয় টিউলিপের জায়গায় এমাকে দায়িত্ব দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

টিউলিপের জায়গায় এমাকে দায়িত্ব দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ফ্ল্যাট কেলেঙ্কারিসহ নানা অনিয়মের অভিযোগ মাথায় পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক ।

তার স্থলে নতুন অর্থনীতিবিষয়ক মিনিস্টার হিসেবে লেবার পার্টির এমপি এমা রেনল্ডসকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

গত বছরের জাতীয় নির্বাচনে ওয়াইকম্ব এলাকা থেকে নির্বাচিত হন ৪৭ বছর বয়সী এমা রেনল্ডস। এর আগে ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে মধ্য ইংল্যান্ডের বিভিন্ন আসন থেকে নির্বাচন করে আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

লন্ডনে হাসিনা ঘনিষ্ঠজনদের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া ছাড়াও; সাবেক এক বাংলাদেশি এমপির কাছ থেকে ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের দুটি টিকিট নিয়েছিলেন টিউলিপ। এছাড়া তার বিরুদ্ধে অন্যান্য আরও আর্থিক অসঙ্গতির অভিযোগ উঠেছে।

এসবের মধ্যে দেশটির বিরোধী দল কনজারভেটিভ পার্টি টিউলিপকে বরখাস্তের দাবি জানিয়েছিল। তারা বলছিল, টিউলিপের ওপর ব্রিটেনের দুর্নীতি প্রতিরোধের দায়িত্ব দেওয়া হয়েছে।

কিন্তু তারই নাম দুর্নীতির সঙ্গে জড়িয়েছে। এতে তিনি মন্ত্রিত্বের দায়িত্ব পালনের নৈতিকতা হারিয়েছেন।
এর আগে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে ব্রিটিশ মিনিস্ট্রিয়াল ওয়াচডগকে আহ্বান জানান টিউলিপ। সেই তদন্ত পরিচালনা করেন মিনিস্ট্রিয়াল ওয়াচডগের উপদেষ্টা লরি ম্যাগনাস।

দন্ত শেষে তার ফলাফল জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেন ম্যাগনাস। চিঠিতে ম্যাগনাস বলেন, কিংস ক্রস এলাকায় তার ফ্ল্যাটটি কোন উৎস থেকে এসেছে তা জানতেন মর্মে আমাদের কাছে স্বীকার করেছেন টিউলিপ সিদ্দিক। এতদিন তার ধারণা ছিল, বাবা-মা পূর্ববর্তী মালিকের কাছ থেকে ফ্ল্যাটি তাকে কিনে দিয়েছেন। তিনি আরও স্বীকার করেছেন যে এই ২০২২ সালে সম্পদের যে বিবরণী দিয়েছিলেন তিনি, সেখানে ফ্ল্যাটটির মালিকানা সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছিল এবং এজন্যও দায়ী সেটির উৎস সম্পর্কিত অজ্ঞতা।

টিউলিপের পদত্যাগ পত্র গ্রহণকরে তার বিরুদ্ধে কোনো ধরনের অসংগতি পাওয়া যায়নি দাবি করে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এক বিবৃতি দিয়েছেন। সেই বিবৃতিতে টিউলিপের জন্য ভবিষ্যতের দরজা খোলা রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন প্রধানমন্ত্রী।

বিবৃতিতে তিনি লিখেছেন, আপনার পদত্যাগপত্র গ্রহণের সঙ্গে আমি পরিষ্কার করতে চাই, আমার স্বাধীন পরামর্শক স্যার লরি ম্যাগনাস আমাকে নিশ্চিত করেছেন, তিনি আপনার বিরুদ্ধে মিনিস্ট্রিয়াল কোড ভঙ এবং আর্থিক অসংগতির কোনো প্রমাণ পাননি।

এ ছাড়া স্বপ্রণোদিত হয়ে নিজের বিরুদ্ধে তদন্তের আহ্বান এবং তদন্তকারী স্যার লরি ম্যাগনাসকে এক্ষেত্রে সম্পূর্ণভাবে সহযোগিতা করায় আপনাকে ধন্যবাদ জানাই। ব্রিটেনকে সমৃদ্ধকরণে ও সরকারের কাজে কোনো বিঘ্ন না ঘটাতে আপনি যে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তা প্রশংসাযোগ্য। আপনাকে স্পষ্ট করে জানাতে চাই, আপনার সামনে এগিয়ে যাওয়ার দরজা খোলা রয়েছে।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।