
হেড লাইন: বরিশালে নিখোঁজের একদিন পর রাস্তার পাশের ডোবা থেকে সাফওয়ান সিকদার (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোরে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের মধ্য হোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাফওয়ান ওই গ্রামের ইমরান সিকদারের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে দাদা বাড়ি বেড়াতে এসে বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে রহস্যজনকভাবে নিখোঁজ হয় শিশু সাফওয়ান। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন শিশুর দাদা বারেক শিকদার। এদিকে, ভোরে স্থানীয় মুসল্লিরা রাস্তার পাশে ডোবায় শিশুর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
নিহতের স্বজনরা আরও জানায়, শিশু সাফওয়ানকে হত্যার পর লাশ গুম করার জন্য ডোবায় ফেলে দেয়া হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত আমরা তাদের বিচার চাই। বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া জানান, নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। ওসি আরও জানান, পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্র: Channel 24
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |