মডেলিংয়ের পাশাপাশি নাটক ও চলচ্চিত্রে সমানতালে কাজ করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। পাশাপাশি বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনচিত্র ও জনপ্রিয় সংগীতশিল্পীদের গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। সম্প্রতি অভিনেত্রী দেখা গেছে সিনেমাতেও।
ব্যক্তিজীবনে এখনও অবিবাহিত প্রিয়াঙ্কা। একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, মিজানুর রহমান আজহারী তার স্বপ্নের পুরুষ। অভিনেত্রীর কথায়, বিয়ের জন্য ধার্মিক পাত্র খুঁজছেন তিনি।
তিনি বলেন, অনেক প্রমিনেন্ট মুফতি-মাওলানা আমাকে সরাসরি প্রস্তাব দিয়েছে। সবার আগে আমার মিজানুর রহমান আজহারীকে আমার ভালো লাগে। সে আমার স্বপ্নের পুরুষ, ভালো একজন মানুষ সে। তার সব বয়ান শুনি আমি। আমার একটি ভাই থাকলে আমি আজহারী হুজুরের বানাতাম তাকে। এরপর আমার ভালো লাগে হাফেজ নাজমুস সাকিবকে। সে বিশ্বজয়ী কোরআনের হাফেজ।
তিনি আরো বলেন, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমার হাজবেন্ড যে হবে সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে মুসলিম নারী হিসেবে এতাই আমার চাওয়া। মুফতি-মাওলানা যারা আমাকে প্রস্তাব দিয়েছে সবার জন্য ভালোবাসা আর যারা সামনে প্রস্তাব দিতে চান তাদের জন্যও ভালোবাসা রইলো। ফেসবুক এখন বড় একটি জায়গা তাই এখানেই আমাকে প্রস্তাব দিয়েছে সরাসরি। বিশ্বজয়ী কোরআনের হাফেজ একজন আমাকে অনেক পছন্দ করেন ও ভালবাবাসেন। তার নাম বলা যাবে না, তবে তাকে বলতে চাই আমি আপনার ভালবাসা গ্রহণ করেছি। যদি রিজিকে থাকে তাহলে হয়তো হবে।
নিজের সম্পর্কে তিনি বলেন, আমি প্রিয়াঙ্কা; আমি একজন ধার্মিক মেয়ে কিন্ত আমি অনেক রোমান্টিক। ধার্মিকতার কোনো শেষ নাই আমাদের, যত আমল করব তত আমলদার হব আমরা। আমি আমার মনের মত করে চলি, আমার মন যেটাকে প্রায়োরিটি দেয় আমি আগে সেটা করি। নারী উদ্যোক্তা হিসেবে আমি ২০২৫ সালে নিজেকে সবার সামনে তুলে ধরতে চাই। পাশাপাশি আমি আমার হাফেজি পড়া চালিয়ে যাব। কারো সাপোর্ট ছাড়া আসলে এগিয়ে যাওয়া সম্ভব না, আমারও একজন আছে বিশ্বজয়ী হাফেজ সে। আমাকে সাপোর্ট করে সবসময়। তাকে অনেক ধন্যবাদ।
সূত্রঃ দৈনিক জনকন্ঠ
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |