প্রচ্ছদ জাতীয় জামায়াতের জন্য জীবন দিতে রাজি সেই আ. লীগ নেতা!

জামায়াতের জন্য জীবন দিতে রাজি সেই আ. লীগ নেতা!

কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং একই ওয়ার্ডের জামায়াতে ইসলামের সভাপতি আবু হানিফ বলেছেন, জামায়াতে ইসলামের আচার-আচরণ এবং কথাবার্তা আমাকে মুগ্ধ করেছে। তাই আমি জামায়াতে ইসলামে যুক্ত হয়েছি।

তিনি বলেন, জামায়াতে ইসলামে আছি থাকবো, যদি এই সংগঠনের জন্য জীবন দিতে হয় তাতেও আমি রাজি আছি।

শনিবার বিকালে তিতাস উপজেলার মৌটুপী ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত মজিদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামের দায়িত্বশীল ঘোষণা ও কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।

হানিফ আরও বলেন, আমি প্রবাসে ছিলাম, দেশে এসে নির্বাচন করি, নির্বাচনের আগে থেকেই তিতাসের জামায়াতের সিনিয়র নেতাদের সঙ্গে আমার ওঠাবসা, এই তিন-চার বছরও আমি চট্টগ্রাম, কুমিল্লাসহ বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করি।

তিনি জানান, আওয়ামী লীগ সরকারের আমলে সব জায়গায় অন্যায়-রাহাজানি হয়েছে। প্রতিবাদের সুযোগ ছিল না। মজিদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। পরে এক সময় জামায়াতের সঙ্গে যুক্ত হন তিনি।

হানিফ বলেন, আমার দরকার সাধারণ পাবলিকের কাজ করা। আমি তো একজন জনপ্রতিনিধি। আমি যদি একটি সংগঠন থেকে কিছু নিয়ে দিতে পারি এইটাই আমার সার্থকতা। আমি তো নেমেছি অন্য জনের কল্যাণের জন্য, নিজের কল্যাণের জন্য না। আমার এলাকায় গরিব-দুঃখী আছে, আমি যদি একটি সংগঠন থেকে বা সরকারি মাল নিয়ে দিতে পারি এইটা আমার জন্য ভালো, আল্লাহর জন্যও ভালো। আমার জন্য দোয়া করবেন, আমি এই সংগঠনে ঢুকেছি, আমাকে যেন আল্লাহ কবুল করে নেয়, আমাকে আল্লাহ হেদায়েত করে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত ইসলামের আমির ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ। স্বাগতিক ওয়ার্ডের জামায়াত ইসলামের সভাপতি মো.শামীম খান মেম্বার সভাপতিত্বে জামায়াত ইসলামের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সূত্র: যুগান্তর পত্রিকা

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।