প্রচ্ছদ দেশজুড়ে সীমান্তের এক সাহসী অফিসারের গল্প (ভিডিও সহ)

সীমান্তের এক সাহসী অফিসারের গল্প (ভিডিও সহ)

দেশজুড়ে: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ সীমান্তে তখন কঠিন পরিস্থিতি। ভারতীয় দিক থেকে আসছে ক্রমাগত উষ্কানি। কিন্ত একজন সেনা কর্মকর্তার নেতৃত্বে বিজিবি সদস্যরা কঠিন পরিস্থিতি সামাল দিয়েছেন সাহসের সঙ্গে। 

সীমান্তে বসবাসকারী সাধারণ মানুষকেও আস্থার সাথে নিয়েছেন পাশে। বিজিবির মহানন্দা ৫৯ ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।  চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ঢুকে জোর করে আম গাছ কাটতে চেয়েছিল ভারতীয়রা। তাতে বাংলাদেশিরা বাধা দিলে বাধে দুই পক্ষের উত্তেজনা। এমনকি বিএসএফ টিয়ারশেল ও ককটেল ছুড়ে এ ঘটনায়। তবে পুরো পরিস্থিতিতে বাংলাদেশের জনগণের সাথে একসাথে কাজ করেছে বিজিবি। আর ঠাণ্ডা মাথায় এই পরিস্থিতে নেতৃত্ব দেন  লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

পতাকা বৈঠকে নিজেদের কর্মকাণ্ডের জন্য বিজিবির কাছে ক্ষমা চাইতেও বাধ্য হয় বিএসএফ। অধিনায়ক গোলাম কিবরিয়ার সফল নেতৃত্বে সীমান্ত এলাকায় সাহসী ভূমিকায় সাধারণ জনগণ।  

লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, এইটুকু নিশ্চিত করতে চাই বাংলাদেশি জনগণ ও বিজিবি আমরা প্রস্তুত আছি সীমান্তে। জনগণ আমাদের পাশে ভবিষ্যতেও থাকবে। যে কোন পরিস্থিতি আমাদের কন্ট্রোলে আছে। তবে এত মানুষ এসে মাঠের ফসল নষ্ট না করার অনুরোধ জানান তিনি। 

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।