প্রচ্ছদ হেড লাইন ফ্ল্যাট বাসায় দরজা ভেঙে মিললো গৃহবধূর মরদেহ, কী ঘটেছিল

ফ্ল্যাট বাসায় দরজা ভেঙে মিললো গৃহবধূর মরদেহ, কী ঘটেছিল

মাদারীপুরের শিবচরে ফ্ল্যাট বাসা থেকে গলায় ফাঁস নেয়া অবস্থায় মনিকা আক্তার (১৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে সদ্য ভাড়া নেয়া ফ্ল্যাট থেকে মনিকা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মনিকা আক্তার কালকিনি উপজেলার মো. কাসেম মিয়ার মেয়ে। প্রায় ৭ মাস আগে একটি কয়েলের কারখানায় কাজ করার সুবাদে স্বামী রিয়াদ আহমেদ বেপারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নতুন বছরের প্রথম দিন থেকে শিবচর পৌরসভার গুয়াতলা গ্রামের পশু হাসপাতাল সংলগ্ন লাবলু মুন্সির বাড়ির নিচতলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে এক আত্মীয়ের সঙ্গে সেখানে বসবাস করছিলেন রিয়াদ ও মনিকা। শুক্রবার সকালে স্ত্রীকে বাসায় রেখে রিয়াদ ও তার সেই আত্মীয় বাজারে নাশতা করতে বের হন। পরে তারা নাশতা সেরে মনিকার জন্য খাবার নিয়ে বাসায় এসে দেখেন ভেতর থেকে একটি রুমের দরজা বন্ধ।

পরবর্তীতে অনেক ডাকাডাকি করেও মনিকার কোনো সাড়া-শব্দ না পেয়ে তারা বাড়ির মালিক লাবলু মুন্সিকে বিষয়টি জানান। একপর্যায়ে বাসামালিক শিবচর থানায় ফোন করলে ওসি মো. রতন শেখসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে দরজা ভেঙে মনিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ মনিকার স্বামী রিয়াদসহ তার দুই আত্মীয়কে আটক করে। শিবচর থানার ওসি রতন শেখ বলেন, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। সেই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীসহ তিনজনকে হেফাজতে নেয়া হয়েছে।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।