
ভারতের কর্নাটক রাজ্যের বেঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) পূর্ব বেঙ্গালুরুর কালকেরে লেক এলাকায় ২৮ বছর বয়সী ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
বেঙ্গালুরু পুলিশের পূর্বাঞ্চলীয় উপ-পুলিশ কমিশনার ডি. দেভরাজা জানিয়েছেন, ওই নারীর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করা হয় এবং ভারী পাথর দিয়ে আঘাত করে পরিচয় নষ্টের চেষ্টা করা হয়। বাংলাদেশি ওই নারীর তিন সন্তান রয়েছে। তার স্বামী একজন নগর পরিচ্ছন্নতাকর্মী।
বেঙ্গালুরু পুলিশ বলেছে, হত্যার শিকার নারী ভারতে অবৈধভাবে ৬ বছর ধরে অবস্থান করছিলেন এবং গৃহপরিচারিকা হিসেবে বাসা-বাড়িতে কাজ করতেন। বৃহস্পতিবার কাজ শেষে তিনি অন্য গৃহপরিচারিকার কাছ থেকে কাজ থাকার কথা বলে বিদায় নেন এবং আর বাসায় ফেরেননি।
পুলিশের ধারণা, পরিচিত কারো সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ওই নারী এবং হত্যার পর সেই ব্যক্তিই ব্যাগ থেকে নগদ অর্থ নিয়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় নির্যাতন ও হত্যা মামলা হয়েছে। পুলিশ মামলার তদন্ত করছে। হত্যার শিকার নারীর কোনো পাসপোর্ট নেই, তবে তার স্বামীর পাসপোর্ট আছে।
সুত্রঃ চ্যানেল আই