
কারাগারে পাঁচমাস ধরে বন্দি সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদ। সোমবার (২৭ জানুয়ারি) শাকিল কাঠগড়ায় উঠতেই আবেগে আপ্লুত হয়ে পড়েন রূপা।
এদিন সকালে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য কাশিমপুর কারাগার থেকে ঢাকার হাকিম আদালতের গারদখানায় এনে রাখা হয় ফারজানা রূপাকে। আর শাকিল আহমেদকে আনা হয় কেরানিগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে।
কিছুক্ষণ পর মহানগর হাকিম সাইফুজ্জামানের আদালতে হাজির করতে প্রস্তুত করা হয় রূপাকে। হাতে হাত কড়া, গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরানো হয় তাকে।
এসময় তিনি আদালতে দাঁড়িয়ে তার শিশুকন্যার কথা বিচারককে বললেন; সন্তানের জন্য হলেও স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যাশা নিয়ে চাইলেন জামিন।
তবে তার সেই আকুতিতে সাড়া দেননি ঢাকার মহানগর হাকিম সাইফুজ্জামান। রূপা এবং তার স্বামী শাকিল আহমেদকে মিরপুর থানার এক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন তিনি।
জানা গেছে, ফারজানা রূপা বেসরকারি টেলিভিশন স্টেশন একাত্তর টেলিভিশনের সাবেক প্রিন্সিপাল করেসপনডেন্ট এবং শাকিল একই টেলিভিশনের সাবেক হেড অব নিউজের দায়িত্ব পালন করে আসছিলেন।
এর আগে, ক্ষমতার পালাবদলের পর দেশ ছাড়ার চেষ্টার সময় ২১ অগাস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আদাবর থানার এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুই দফা রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ।