স্বাস্থ্য: অল্পবয়সীদের মধ্যে ক্যান্সার প্রতিদিন বাড়ছে। সংখ্যায় বেশি বাড়ছে মহিলাদের মধ্যে। এই রিপোর্ট দেওয়া হয়েছে আমেরিকান ক্যান্সার সোসাইটির থেকে। সেখানে বলা হয়েছে পাকস্থলী, বুক, গোপনাঙ্গে ক্যান্সারের হার সবথেকে বেশি। তরুণ-তরুণীরা এ ঝুঁকিতে বেশি রয়েছে।
মোট ক্যান্সার হতে পারে ১৩ ধরনের, যেমনঃ কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, গলব্লাডার ক্যান্সার, লিভার ক্যান্সার। বিশ্বের ৪০ শতাংশ মানুষ এ ধরনের ক্যান্সারে ভুগছেন। ওশ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, মস্কো, রাশিয়ার ক্যান্সার বিশেষজ্ঞ ডা. গুপ্তপ্রসাদ রেড্ডি বলেছেন, ক্যান্সার কোনো মরণব্যাধি নয়, কিন্তু মানুষ এই রোগে মারা যায় শুধুমাত্র উদাসীনতার কারণে। তার মতে, মাত্র তিনটি উপায় অনুসরণ করলেই উধাও হবে ক্যান্সার।
১. প্রথমেই সব ধরনের সুগার বা চিনি খাওয়া ছেড়ে দিন। কেননা, শরীরে চিনি না পেলে ক্যান্সার সেলগুলো এমনিতেই বা প্রাকৃতিকভাবেই বিনাশ হয়ে যাবে।
২. এরপর এক গ্লাস গরম পানিতে একটি লেবু চিপে মিশিয়ে নিন। টানা তিন মাস সকালে খাবারের আগে খালি পেটে এই লেবু মিশ্রিত গরম পানি পান করুন। উধাও হয়ে যাবে ক্যান্সার।
৩. প্রতিদিন সকালে ও রাতে তিন চা চামচ অর্গানিক নারিকেল তেল খান, ক্যান্সার সেরে যাবে।
ক্যান্সার ঝুঁকির অন্যতম প্রধান কারণ মাদক এবং অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার গ্রহণ। এগুলো বর্জন করে সঠিক খাদ্যাভ্যাস গ্রহণে ক্যানসার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
সূত্র: জনকণ্ঠ । Janakantha
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |