প্রচ্ছদ বিনোদন প্রেস সচিবকে কটাক্ষ করে মেহের আফরোজ শাওনের পোস্ট

প্রেস সচিবকে কটাক্ষ করে মেহের আফরোজ শাওনের পোস্ট

অমর একুশে বইমেলার প্রথম দিনে বইমেলা প্রাঙ্গণে শেখ হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিনে ময়লা ফেলার ছবি পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে সেই পোস্টের তীব্র সমালোচনা করে পাল্টা পোস্ট দিয়েছেন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন।

শনিবার রাতে ওই পোস্টে শাওন বেশ কটাক্ষ করেই প্রেস সচিবের উদ্দেশে বলেন, মেলার প্রথম দিনে শফিকুল আলমের প্রকাশিত ছবির মাধ্যমে তার ‘ডাস্টবিন মার্কা রুচি’ প্রকাশের বিষয়টি প্রকাশ পেয়েছে।

শাওন তার পোস্টে বলেন, দায়িত্বশীল পদে থাকা এই ভদ্রলোকটি বইমেলার উদ্বোধন উপলক্ষে চমৎকার কিছু কথা দিতে পারতেন, কিংবা মেলার প্রথম দিনে কোন বই কিনেছেন বা কেনার আগ্রহ প্রকাশ করতে পারতেন। তবে তিনি ফেসবুকে নিজের পোস্টে একটি অদ্ভুত ছবি দিয়ে রুচির পরিচয় দিয়েছেন।

তিনি আরও লেখেন, হায়… তবে কি বাংলাদেশ ২.০ এর ক্ষমতাবানরা ভাবছেন যে তারা চিরস্থায়ী বন্দোবস্তে আছেন! ভাগ্যিস, এই বইমেলা দেখার জন্য হুমায়ূন আহমেদ নেই…।

এর আগে সকালে বইমেলার প্রথম দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত একটি ডাস্টবিনে ময়লা ফেলার ছবি প্রকাশ করেন প্রেস সচিব। মুহূর্তেই সেই পোস্ট ভাইরাল হয়ে যায়। ক্যাপশনে প্রেস সচিব লেখেন, ‘শনিবার বাংলা একাডেমিতে একুশে বইমেলার প্রথম দিনে ডাস্টবিনে আবর্জনা ফেলা হচ্ছে।’

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।