প্রচ্ছদ সারাদেশ বিচারপতি মানিক কারাগারেই শুনলেন নিজের মৃত্যুর খবর!

বিচারপতি মানিক কারাগারেই শুনলেন নিজের মৃত্যুর খবর!

সারাদেশ: সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক কারাগারে নিজের মৃত্যুর খবর পেয়েছেন বলে জানিয়েছেন। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড শুনানির সময় তিনি এ কথা বলেন। শামসুদ্দিন চৌধুরী মানিক গণমাধ্যমকে বলেন, কারাগারে বসে মৃত্যুর খবর আমি নিজেই শুনেছি। এদিন সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সকাল সোয়া ৯টায় তাকে আদালতে হাজির করা হয়। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি.এম. ফারহান ইসতিয়াকের আদালতে তোলা হয়। পরে বাড্ডা থানার অটোরিকশাচালক হাফিজুল শিকদার হত্যা মামলায় তার দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

এদিন বিচারপতি মানিক আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে ছিল। এরপরে মামলার নম্বর ধরে ডাক দিলো। সবাই বলে তিনি বেঁচে আছেন? এরপরে সাবেক বিচারপতি মানিক পিছন থেকে উঁকি দিয়ে দেখেন। এসময় এক আইনজীবী বলেন, উনিতো কলাপাতায় শুয়ে ছিলেন। এরপরে আদালতের সবাই হেসে উঠেন। পরক্ষণে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। রিমান্ড শুনানি শেষে সকাল ১০টা ১৫ মিনিটের দিকে তাকে আদালত থেকে বের করে সিএমএম আদালতের হাজতখানায় নেওয়া হচ্ছিলো। সে সময় তাকে জিজ্ঞাসা করা হয়, তিনি মারা যাওয়ার কথা শুনেছেন কি না? উত্তরে তিনি বলেন, হ্যাঁ, শুনেছি৷ পরে পুলিশ প্রহরায় আদালতের হাজতখানায় নেওয়া হয়।

নথি থেকে জানা গেছে, গত ২০ জুলাই রাজধানীর বাড্ডা থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন অটোরিকশাচালক হাফিজুল শিকদার। ওইদিন বিকেল ৩টায় আসামিদের ছোড়া গুলিতে তিনি ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় তার পরিবার গত ২১ আগস্ট রাজধানীর বাড্ডা থানায় হত্যা মামলা করেন।

সূত্র: NTV

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।