দেশজুড়ে: মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে রাজধানীর কাজীপাড়ায় একটি আবাসিক হোটেলে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রোববার (২ ফেব্রুয়ারি) রাতে ১০-১২ জন মিলে ধর্ষণ করে বলে কাফরুল থানায় অভিযোগ করেন ভুক্তভোগী নারী।
ভুক্তভোগী নারীর প্রতিবেশী সোনিয়া বলেন, গত বছর বিল্লাল ও সুমি নামে বিদেশে পাঠানোর একটি দালালচক্রকে আমার প্রতিবেশী ভুক্তভোগী নারী মালয়েশিয়ায় যাওয়ার জন্য ২ লাখ দেন। পরে রোববার মেডিকেল করার নাম করে কাজীপাড়ার একটি আবাসিক হোটেলে নিয়ে যান। সেখানে আরও কিছু নারী ছিল। পরে সন্ধ্যায় অন্য নারীরা চলে গেলে ভুক্তভোগী ওই নারীকে রাতভর একের পর একজন করে ধর্ষণ করে। পরদিন সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ভুক্তভোগী নারী হোটেল থেকে বের হন।
সোমবার দিবাগত রাত ১টার দিকে মোবাইল ফোনে ভুক্তভোগী নারীর প্রতিবেশী সোনিয়া বলেন, ঘটনা জানার পর আমিসহ আরও কয়েকজন দৌড়ে তার কাছে আসি। তিনি শারীরিক যন্ত্রণায় চলাফেরা করতে পারছেন না। আমরা বিকাল থেকে মামলা করার জন্য থানায় অপেক্ষা করছি। অথচ পুলিশ বলছে আগে হাসপাতালে যান, তারপর মামলা নেবো। এখন আমরা থানায় বসে আছি। এ বিষয়ে জানতে চাইলে কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) রুবেল মল্লিক বলেন, আমরা তদন্তে জন্য ঘটনাস্থল পরিদর্শনে আছি। প্রাথমিকভাবে এ ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ভুক্তভোগী ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ওসিসিতে (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার) পাঠানো হয়েছে। পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে রাতেই পুলিশের একাধিক টিম অভিযান অব্যাহত রেখেছে।
সূত্র: জনকণ্ঠ । Janakantha
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |