
ধানমন্ডি ৩২ এ শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর ও আগুন লাগানোর পর ডিজে গানে নাচ গান করতে দেখা যায় ছাত্র জনতাকে।
এক ভিডিওতে দেখা যায়, ধানমন্ডি ৩২ বাড়ির সামনের রাস্তায় স্পিকার বক্স বসিয়ে ডিজে গান ‘মুন্নি বদনাম হুয়ি ডার্লিং তেরে লিয়ে’ বাজিয়ে নাচ গান করছেন ছাত্র-জনতা।
এর আগে, আজ রাত ৯ টায় অনলাইনে শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে চারদিকে উত্তেজনা তৈরি হয়।






































