শেখ হাসিনার বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা চলছে। বিশেষ করে ক্ষমা চাওয়ার পরিবর্তে তার আত্মঅহংকারের বহিঃপ্রকাশ নিয়ে বিতর্ক আরও বেড়েছে।
ফটোগ্রাফার আব্দুল মোমিন তার ফেসবুক পোস্টে লিখেছেন, “জানি আপনার অপরাধ ক্ষমার অযোগ্য, তবুও আজ চাইতে পারতেন। জবাবে জাতি হয়তো নমনীয়তার পরিচয় দিত। কিন্তু আপনিতো পাহাড়সম আত্মঅহংকারে অন্ধ আর মিথ্যা তোষামোদে বধির হয়ে গেছেন। আপনি কিছু দেখেন না, আপনি কিছু শোনেন না… So be it…”
তার এই মন্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন অনেক নেটিজেন। সামাজিক মাধ্যমে এই সমালোচনা কতদূর গড়াবে এবং এর রাজনৈতিক প্রভাব কতটা হবে, তা নিয়ে আলোচনা চলছে বিভিন্ন মহলে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |