![IMG_20250206_223849](https://allmedia365.com/wp-content/uploads/2025/02/IMG_20250206_223849-640x369.jpg)
জেলা নারী ফুটবল খেলা নিয়ে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের প্রতিবাদের মুখে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ২টায় তারাগঞ্জের বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এই আদেশ জারি করে প্রশাসন। এতে সেখানে আর খেলা অনুষ্ঠিত হয়নি।
জানা যায়, বিকেল তিনটায় প্রথমদিন ওই মাঠে জয়পুরহাট জেলা ও রাজশাহী জেলার নারী ফুটবল দলের মধ্যে খেলা হওয়ার কথা ছিল। এর আগে ইসলামী আন্দোলন উপজেলা সভাপতি আশরাফ আলী তার নেতাকর্মীরা প্রশাসনের কাছে গিয়ে নারী ফুটবল খেলা নিয়ে আপত্তি জানিয়ে খেলা বন্ধ করার দাবি জানান। এ সময় নেতাকর্মীরা অবস্থান নেন মাঠে। উদ্ভুত পরিস্থিতি সামাল দিতে আয়োজকদের সঙ্গে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের উপজেলা অডিটোরিযামে বৈঠক করেন। এ সময় সেখানে পুলিশ ও সেনাবাহিনীও যোগ দেন।
রংপুর পুলিশ সুপার আবু সাইম জানান, সভায় দুইপক্ষই অনড় অবস্থানে থাকায় স্থানীয় প্রশাসন আইনশৃঙ্খালার অবনতি ঘটার আশঙ্কায় দুপুর ২টা থেকে বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। এতে নারী ফুটবল খেলা বন্ধ হয়ে যায়।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |