
মাদারীপুরে নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেত থেকে মিজান কাজী নামে এক ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে শিবচর উপজেলার চরকান্দি গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মিজান উপজেলার উমেদপুর ইউনিয়নের চরকাচিকাটা গ্রামের লাভলু কাজির ছেলে। বর্তমানে শিবচর পৌর শহরের ফায়ার সার্ভিস সংলগ্ন ভাড়া বাসায় থাকতেন।
জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) গ্যারেজ থেকে ভাড়ায় চালিত অটোভ্যান নিয়ে জীবিকার তাগিদে রাস্তায় বেরিয়ে পড়েন মিজান। তবে দিন শেষেও আর ঘরে ফেরেননি। সবশেষ শুক্রবার সকালে ভুট্টা ক্ষেতে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা।
নিহত মিজানের পরিবারের সদস্যদের ধারণা, ব্যাটারিচালিত অটোভ্যানটি ছিনতাই করতে মিজানকে গলা কেটে হত্যা করে মরদেহ ভুট্টা ক্ষেতে ফেলে গেছে ছিনতাইকারীরা। এর আগেও শিবচরে একইভাবে আরেক ভ্যানচালকের লাশ উদ্ধার করা হয়েছিল। তাই ছিনতাইকারী চক্রকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।
গলাকাটা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে শিবচর থানার ওসি মো. রতন শেখ বলেন, ভুট্টা ক্ষেতের ভেতর থেকে ওই ভ্যানচালকের মরদেহ গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
সূত্র: চ্যানেল২৪