প্রচ্ছদ জাতীয় দেশবাসীর প্রতি যে আহবান জানালেন সেনাপ্রধান

দেশবাসীর প্রতি যে আহবান জানালেন সেনাপ্রধান

সুস্থ সবল জাতি গড়ে তুলতে হলে দেশব্যাপী ম্যারাথন ছড়িয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। দশটি দেশের ১০ হাজার দৌড়বিদের অংশগ্রহণে হয়ে গেলো দেশের সর্ববৃহৎ ম্যারাথন আয়োজন-ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন ২০২৫। ম্যারাথন শেষে ৪টি ক্যাটাগরিতে ৮০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান।

রাজধানীর পূর্বাচলে শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫ এর উদ্বোধন করেন সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান।

এখন পর্যন্ত দেশে আয়োজিত ম্যারাথনের সবচেয়ে বড় আসর এটি। এবার ৪টি ক্যাটাগরিতে ১০টি দেশের দশ হাজার দৌড়বিদ এতে অংশ নেন।

তিনশ’ ফিটের পাশে নৌবাহিনীর একটি ঘাঁটিতে সেনা প্রধান ওয়াকার-উজ-জামান ম্যারাথনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় তিনি বলেন, জাতিকে সুস্থ সবল করে গড়ে তুলতে হলে দেশব্যাপী ম্যারাথনের মতো স্বাস্থ্যকর আয়োজন ছড়িয়ে দিতে হবে

২০২৬ সালের ৩১শে জানুয়ারি পরবর্তী ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন হবে।

সূত্র: কালবেলা

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।