প্রচ্ছদ জাতীয় ‘বিএনপির সঙ্গে থাকলে ১৭-১৮, না থাকলে ৩টা আসন পান’

‘বিএনপির সঙ্গে থাকলে ১৭-১৮, না থাকলে ৩টা আসন পান’

কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব–উন–নবী খান সোহেল বলেছেন, ‘ইতিহাসের পুনর্বৃত্তি ইতিহাসই ঘটায়। এতোদিন মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে। এখন এদেশে সত্যি মামলা হবে। প্রয়োজন হলে শেখ হাসিনাকে গলায় রশি পেঁচিয়ে বাংলাদেশ আনা হবে। ভারত রক্ষা করতে চাইলে তাদের বুকের ভেতর থেকে শেখ হাসিনাকে তুলে আনা হবে।’

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে জামালপুরের মেলান্দহের উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি দ্রুত সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে নির্বাচন দেয়ার দাবি জানান। নির্বাচনের দাবি করায় অনেকে বিএনপির কথা পছন্দ করছে না। রাজনৈতিক দল জনগণের সেবা করার জন্য নির্বাচন চাই। শেখ হাসিনার মতো বর্তমানে অনেকেই নির্বাচন দিতে চাচ্ছেন না বলে মন্তব্য করেন তিনি।

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে হাবিব–উন–নবী খান বলেন, ‘ওনারা ভাবছেন, ক্ষমতায় যাওয়ার মনে হয় একটা সুযোগ এসেছে। ওনাদের বলি, ভুল জীবনে বহু করেছেন। ১৯৭১–এর ভুলের কথা না–ই বললাম, ১৯৮৬ সালেও আপনারা হাসিনা-এরশাদের সঙ্গে পাতানো নির্বাচনে গিয়েছিলেন। সেটা একটা ভুল। এরপর আওয়ামী লীগ ২৩টি বছর, বাংলাদেশের রাস্তায় রাস্তায় ঘুরেছে বিরোধী দলে, কোনো দিন স্বপ্নে ভাবে নাই, আবার ক্ষমতায় আসতে পারবে, আপনারাই সেই আওয়ামী লীগকে ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দিয়েছেন। বারবার এই ভুলের খেসারত কে বেশি দিয়েছে, আপনারাই বেশি দিয়েছেন। আপনাদের বড় বড় নেতারা জীবন দিয়ে গেছেন, আপনাদের ভুলের খেসারতে, আবার সেই একই ভুলে ঘুরছেন। মনে রাখবেন, বিএনপির সঙ্গে থাকলে ১৭-১৮টি আসন আছে, বিএনপির সঙ্গে না থাকলে কিন্তু আপনারা ৩টা আসন পান। সুতরাং অনুরোধ করছি, আর কোনো ভুল পথে হাঁটবেন না, সোজা পথে হাঁটুন।’

সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।