প্রচ্ছদ দেশজুড়ে ভারতে ঠাঁই নিয়েও শান্তিতে নেই হাসিনা, এবার জানা গেল চাঞ্চল্যকর তথ্য

ভারতে ঠাঁই নিয়েও শান্তিতে নেই হাসিনা, এবার জানা গেল চাঞ্চল্যকর তথ্য

দেশজুড়ে: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই দুই দেশের কূটনৈতিক অস্থিরতা চরমে। ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন তিনি। এরপর থেকে তার অবস্থান ছিল গোপন। তবে সম্প্রতি ভারতে বসেই বক্তব্য দিচ্ছেন তিনি।

গত ৫ ফেব্রুয়ারি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ফেসবুক পেজ থেকে বক্তব্য দেন শেখ হাসিনা। এতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে দেশে। ওই রাতেই বিক্ষুব্ধ জনতা ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি গুঁড়িয়ে দেয়। এ ঘটনায় ঢাকা-দিল্লির কূটনৈতিক সম্পর্ক আরও অবনতি হয়। দু’দেশের দূতদের তলব-পাল্টা তলবের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে আগামী সপ্তাহে ওমানে বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

সূত্র বলছে, বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানানো হবে, যেন শেখ হাসিনা ভারতে বসে আর কোনো বক্তব্য না দেন। পাশাপাশি, তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়েও আলোচনা হতে পারে। যার ফলে ভারতে ঠাঁই নিয়েও শান্তিতে থাকতে পারবেন না শেখ হাসিনা।

সূত্র: Barta Bazar

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।