
আমন্ত্রণ থাকা সত্ত্বেও যোগ দেননি নৈশভোজে, সেই কারণে ধরানো হল আইনি নোটিস! তড়িঘড়ি বাংলাদেশ ছাড়লেন এই ভারতীয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এ
চিটাগং কিঙ্গস টিমের হয়ে কাজ করছিলেন ইয়েশা। বাংলাদেশ ক্রিকেটের খবরের পোর্টাল Cricket97-এর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, ইয়েশা সাগরকে একটি আইনি নোটিস পাঠিয়েছেন চিটাগং কিংস দলের মালিক সমীর কাদের চৌধুরি। বারংবার বিতর্কের মুখে পড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল। এর আগে খবর ছড়িয়েছিল যে, খেলোয়াড়রা নিজেদের সঠিক পারিশ্রমিক পাচ্ছেন না। এবার খবর এল যে, সঞ্চালিকা ইয়েশা সাগর তড়িঘড়ি বিপিএল ছেড়ে বেরিয়ে এসেছেন। আসলে নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে ইয়েশার বিরুদ্ধে। এর জন্য তাঁকে একটি নোটিসও পাঠানো হয়েছে। তারপরেই না কি বড় পদক্ষেপ গ্রহণ করেছেন সুন্দরী এই কন্যা। নিয়ম মানা হয়েছে মানে তাকে ততক্ষণাত আইনি পদক্ষেপ নেয়া উচিত ছিল তার সঙ্গে, কিন্তু রাত্রে পৌঁছে আমন্ত্রণ জানিয়ে তাকে বিপাকে ফেলার চেষ্টা নয় তো বিষয়টা ঠিক কী? বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এ চিটাগং কিংস টিমের হয়ে কাজ করছিলেন ইয়েশা। বাংলাদেশ ক্রিকেটের খবরের পোর্টাল Cricket97-এর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, ইয়েশা সাগরকে একটি আইনি নোটিস পাঠিয়েছেন চিটাগং কিংস দলের মালিক সমীর কাদের চৌধুরি। আসলে চুক্তিতে লেখা নিয়ম না মানার জেরেই এই আইনি নোটিস পাঠানো হয়েছে বলে শোনা যাচ্ছে
নৈশভোজে যোগ না দেওয়ায় নোটিস: চিটাগং কিংস দলের মালিক সমীর কাদের চৌধুরি নোটিসে লিখেছেন যে, চুক্তির ৯ নম্বর ধারা অনুযায়ী, আপনি (ইয়েশা) নিজের কর্তব্য করতে ব্যর্থ হয়েছেন। আর আপনি অফিসিয়াল ভাবে আমন্ত্রিত থাকা সত্ত্বেও স্পনসরদের নৈশভোজে যোগ দেননি। এর পাশাপাশি আপনি স্পনসরদের শ্যুট এবং প্রমোশনাল শাউট-আউট শেষ করেননি। আপনার অনুপস্থিতির কারণে ফ্র্যাঞ্চাইজি (চিটাগং কিংস)-এর আর্থিক এবং সুনামের ক্ষতি হয়েছে। তবে এই নোটিস পেলেও জবাব না দিয়েই টুর্নামেন্ট ছেড়ে বেরিয়ে গিয়েছেন ইয়েশা।
এবার জেনে যাক কে এই এশা কোথায় বাড়ি? কোথায় দেশ কি কাজ করেছে কে এই ইয়েশা সাগর? আদতে ভারতের পঞ্জাবের মেয়ে ইয়েশা সাগর। সেখানেই স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন। তবে উচ্চশিক্ষার জন্য ২০১৫ সালের ডিসেম্বরে তিনি পাড়ি দিয়েছিলেন কানাডায়। বহুমুখী প্রতিভার অধিকারিণী এই সুন্দরী কন্যে। স্পোর্টস ব্রডকাস্টিংয়ের দুনিয়ায় পা রাখার আগে তিনি মডেলিং এবং অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। এমনকী ফিটনেস ইনফ্লুয়েন্সারও তিনি। গ্লোবাল টি২০ কানাডা টুর্নামেন্ট, ইউপি টি২০ লিগ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের মতো লিগ সঞ্চালনা করেছেন ইয়েশা।
মিউজিক অ্যালবাম: আইএমডিবি-র মতে, এখনও পর্যন্ত প্রায় ৩০টি মিউজিক ভিডিও-তে কাজ করতে দেখা গিয়েছে তাঁকে। এমনকী পরমিশ ভার্মা, গুড় সিধু, আর্শ বেণীপাল, জিপ্পি গ্রেওয়াল, কুলবীর জিঞ্চর এবং প্রেম ধিলোঁর মতো বিখ্যাত শিল্পীদের সঙ্গেও কাজ করেছেন। বিশেষ করে পঞ্জাবি মিউজিক ভিডিও-য় ইয়েশার উপস্থিতি তাঁকে আরও খ্যাতি এনে দিয়েছে। ইয়েশা সাগরের উল্লেখযোগ্য পারফরম্যান্সের মধ্যে অন্যতম হল পরমিশ ভার্মার ‘চিররি উড় কা উড়’ মিউজিক ভিডিও। ইউটিউবে ইতিমধ্যেই ওই ভিডিও-র ভিউ ৫০ মিলিয়ন পার করে গিয়েছে।
ফিটনেস ফ্রিক: এখানেই শেষ নয়, এই কন্যে আবার ফিটনেস ফ্রিকও বটে! কারণ ফিটনেস ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ মুখ তিনি। প্রচুর মানুষকে প্রতিনিয়ত অনুপ্রেরণা জুগিয়ে চলেছেন। এর পাশাপাশি ম্যাগনাম নিউট্রাসিউটিক্যালস এবং প্রিসিশন নিউট্রিশনের মতো বিখ্যাত ব্র্যান্ডের সঙ্গে সফল ভাবে পার্টনারশিপে কাজও করেছেন তিনি। স্ট্র্যাটেজিক ব্র্যান্ড প্রোমোশন এবং নিজের সোশ্যাল মিডিয়া কন্টেন্টের মাধ্যমে ইয়েশা নিজের ভক্তদের সঙ্গে সংযোগও গড়ে তুলেছিলেন। প্রসঙ্গত সোশ্যাল মিডিয়া বিশেষ করে ইনস্টাগ্রামে বেশ সক্রিয় ইয়েশা। সেখানে তাঁর দশ লক্ষের বেশি ফলোয়ার। ইয়েশার ফ্যাশন সেন্সও দুর্ধর্ষ। তাঁর বাছাই করা আউটফিটও একেবারে দেখার মতো। কখনও পরিশীলত ক্লাসি ম্যাক্সি ড্রেস, তো কখনও বা চোখধাঁধানো বিকিনিতে ধরা দেন তিনি। বলাই বাহুল্য যে, ইয়েশার স্টাইল বারবার ভক্তদের মুগ্ধ করে।