প্রচ্ছদ জাতীয় সুখবর দিলেন হাসনাত

সুখবর দিলেন হাসনাত

সৌদি আরব ও মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ ছাড় ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ‘ওয়ার্কার ফেয়ার’ নামের এই বিশেষ সুবিধা ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে এবং এটি চলবে আগামী ৩০ জুন ২০২৫ পর্যন্ত।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ছাড় নিয়ে নিজ ফেসবুক আইডিতে পোস্ট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তার ওই পোস্টে এ সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

এই ছাড়ের আওতায় ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, দাম্মাম এবং মদিনা রুটে ভাড়া কমানো হয়েছে। আগে এসব রুটে গড়ে ৫৮ হাজার টাকা (৪৮০ মার্কিন ডলার) পর্যন্ত ভাড়া থাকলেও এখন তা নেমে এসেছে ৪৩,৫০০ টাকায় (৩৬০ মার্কিন ডলার)। ফলে যাত্রীদের গড়ে ১৪ হাজার ৫০০ টাকা কম গুণতে হবে।

এছাড়া, ঢাকা-কুয়ালালামপুর রুটের ভাড়া ২১ হাজার টাকা (১৭৫ মার্কিন ডলার) থেকে কমিয়ে ১৮ হাজার টাকা (১৫০ মার্কিন ডলার) নির্ধারণ করা হয়েছে, যা আগের তুলনায় ৩ হাজার টাকা কম।

কারা পাবেন এই বিশেষ ছাড়?
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঘোষিত ‘ওয়ার্কার ফেয়ার’ সুবিধাটি শুধুমাত্র নতুন কর্মী ভিসাধারীদের জন্য প্রযোজ্য। ভ্রমণকারীদের বিএমইটি (BMET) ক্লিয়ারেন্স কার্ড অথবা বিএমইটি সত্যায়িত ভিসা থাকতে হবে। তবে ওমরাহ, ফ্যামিলি ভিজিট অথবা রেসিডেন্স ভিসাধারীরা এই সুবিধা পাবেন না।

কোথায় পাওয়া যাবে এই ছাড়ের টিকিট?
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেকোনো বিক্রয় কেন্দ্র এবং অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে এই বিশেষ ছাড়ে টিকিট সংগ্রহ করা যাবে।

বিশ্বব্যাপী বিমান ভাড়ার ঊর্ধ্বগতির মধ্যে বিমান বাংলাদেশের এই পদক্ষেপ প্রবাসী কর্মীদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে কাজের জন্য নতুন যাত্রাপথ খুঁজতে থাকা কর্মীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।