প্রচ্ছদ হেড লাইন আমার হাসব্যান্ড ঠিক সেইমভাবে ট্রিট করতো আমাকে: তনী

আমার হাসব্যান্ড ঠিক সেইমভাবে ট্রিট করতো আমাকে: তনী

হেড লাইন: সম্প্রতি আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি তার স্বামী শাহাদাৎ হোসাইনকে হারিয়েছেন। তার স্বামীর মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভ্যালেন্টাইন্স ডে নিয়ে এবার তনি নিজেই নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দিয়েছেন, যেখানে তিনি লিখেছেন:-

লাইভ শেষ করে অফিস থেকে সন্ধ্যায় একবার বাসায় যাই বাচ্চাদের দেখতে , আজকে বাসায় ঢুকেই দেখি দুজন হাতে গোলাপ নিয়ে দাড়িয়ে আছে আমাকে সারপ্রাইজ দিতে, আমাকে দেখেই দুজন একসাথে -মাম্মি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে

জিজ্ঞেস করলাম কোথায় থেকে পেলে , সানভী জানালো তারা তাদের টিফিনের টাকা দিয়ে স্কুলের সামনে থেকে কিনেছে , আমি এতটাই অবাক হয়েছি চোখ দিয়ে অঝোরে পানি পরছিলো আমার হাসব্যান্ড ঠিক সেইমভাবে ট্রিট করতো আমাকে , হোক ভালবাসা দিবস বা জন্মদিন বা আমাদের বিবাহবার্ষিকী প্রতিটা দিবসে স্পেশাল ফিল করাতো, গিফ্ট কার্ড আর ফুল নিয়ে সেইম ভাবে দাড়িয়ে থাকতো ,

আমি চান্স পেলেই অলওয়েজ কমপ্লেইন করতাম -“তুমি আমাকে বিয়ের দিন ফুল দাও নাই ” তাই সে কখনো কখনো হঠাৎ রাস্তায় গাড়ি থামিয়ে কিংবা আগেই থেকেই ফুল কিনে গাড়িতে রেখে দিতো জানি এই দিন গুলো কোনো দিন ফিরে আসবে না। কিন্তু আমার বাচ্চারা ঠিক তার মত হয়েছে এটাই জীবনের পরম শান্তি।