প্রচ্ছদ হেড লাইন যে আতঙ্ক, কেরু অ্যান্ড কোম্পানি ঘিরে রেখেছে পুলিশ

যে আতঙ্ক, কেরু অ্যান্ড কোম্পানি ঘিরে রেখেছে পুলিশ

হেড লাইন: চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানিতে তল্লাশি চালানোর সময় চারটি ককটেল সাদৃশ্য বস্তু দেখতে পায় যৌথবাহিনী। নিরাপত্তার স্বার্থে এলাকাটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া তল্লাশির এক পর্যায়ে দুপুরে কেরু কোম্পানির চিনিকল এলাকায় এই ককটেল সাদৃশ্য বস্তু দেখা যায়।

রাজশাহী র‌্যাব-৫ এর বোম ডিসপোজাল ইউনিটের একটি টিম ঘটনাস্থলে আসার পর ককটেল সাদৃশ্য বস্তু নিষ্ক্রিয় করা হবে বলে জানায় আইশৃঙ্খলা বাহিনী। বিষয়টি নিশ্চিত করে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমীর বলেন, এর আগে এই এলাকাতে দুটি ককটেল উদ্ধার করা হয়। রোববার দুপুরে যৌথবাহিনী কেরু অ্যান্ড কোম্পানি এলাকায় তল্লাশি শুরু করে। এক পর্যায়ে লাল রঙের টেপ দিয়ে জড়ানো চারটি ককটেল সাদৃশ্য বস্তু দেখে ঘিরে রাখা হয় এলাকাটি। র‌্যাবের টিম আসার পর এগুলো নিয়ে তারা কাজ করবে। তিনি আরও বলেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ধারণা করা হচ্ছে আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল সাদৃশ্য বস্তুগুলো রাখা হয়েছে। কেরু অ্যান্ড কোম্পানি চত্বরের চা দোকানি আকাশ বলেন, জর্দার কৌটায় লাল রঙের টেপ দিয়ে মোড়ানো অবস্থায় বোমার মতো বস্তুগুলো রাখা হয়েছে। মনে যাচ্ছে চায়ের দোকানেও রেখে যেতে পারে বোমা। দোকানে থাকলেও আতঙ্কে রয়েছি। বাড়ির ছোট বাচ্চাদের নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছি।

কেরু অ্যান্ড কোম্পানিতে কর্মরতরা জানান, এ ধরনের ঘটনা নিয়মিত ঘটছে। চরম আতঙ্ক আর অনিশ্চিয়তার মধ্য রয়েছেন তারা। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হোক। কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, কেরু এলাকায় বোমা সাদৃশ্য বস্তু উদ্ধারের বিষয়টি উদ্বেগজনক। প্রশাসন বিষয়টি দেখছে। এ ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হোক। উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ও শনিবার (১৫ ফেব্রুয়ারি) কেরু অ্যান্ড কোম্পানির জেনারেল অফিস সংলগ্ন স্থান থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়। রাজশাহী থেকে র‍্যাব-৫ এর বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে ককটেল দুটি নিস্ক্রিয় করেন। ককটেল দুটি শক্তিশালী বলেও জানান তারা।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।