প্রচ্ছদ সারাদেশ যে ভাবে মারা গেছেন তরুণ অভিনেতা শাহবাজ সানী

যে ভাবে মারা গেছেন তরুণ অভিনেতা শাহবাজ সানী

সারাদেশ: অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ছোট পর্দার তরুণ এ অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন আরেক অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, ‘অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই সানীর জন্য দোয়া করবেন।’

তিনি স্ট্রোক করেছিলেন বলে একটি সূত্রে জানা গেছে। নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছে আসার পর’ নাটক দিয়ে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেছিলেন শাহবাজ সানী। অল্প সময়েই অভিনয় গুণে দর্শকের প্রিয় হয়ে উঠেন। অর্জন করেন নির্মাতাদের আস্থা। গোলাম কিবরিয়া ফারকীর পরিচালনায় ২০১৮ সালে ‘আব্দুল্লাহ’ নাটকে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায় শাহবাজ সানীকে। এছাড়া তার দর্শকপ্রিয় অন্যান্য নাটকের মধ্যে রয়েছে ‘চরের মাস্টার, ‘বিফলে মূল্য ফেরত’, ‘ট্রাভেল শো’, ‘মহব্বত’ ইত্যাদি।

সূত্র: samakal

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।