প্রচ্ছদ আন্তর্জাতিক বিশ্বব্যাপী সংগীত ও মিডিয়া বিতরণে নতুন প্ল্যাটফর্ম ‘দ্য সাউন্ড অন’

বিশ্বব্যাপী সংগীত ও মিডিয়া বিতরণে নতুন প্ল্যাটফর্ম ‘দ্য সাউন্ড অন’

TheSoundOn

সিলেট, বাংলাদেশ: সংগীত এবং মিডিয়া শিল্পের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে, আন্তর্জাতিক মানের ডিজিটাল ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম ‘দ্য সাউন্ড অন’ তাদের যাত্রা শুরু করেছে। সিইও এবং প্রতিষ্ঠাতা রুমেল আহমদ-এর নেতৃত্বে এই প্রতিষ্ঠানটি শিল্পী ও লেবেলগুলোর জন্য একটি সমন্বিত সমাধান নিয়ে এসেছে। এখানে গান, অডিও, ভিডিও, চলচ্চিত্র, কমেডি, ওয়েব সিরিজসহ বিভিন্ন ধরনের কনটেন্ট বিতরণের সুযোগ রয়েছে।

‘দ্য সাউন্ড অন’ শিল্পী ও লেবেলদের জন্য যেসব সুবিধা দিচ্ছে:

  • বহুমুখী প্ল্যাটফর্মে বিতরণ: স্পটিফাই, অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক, ডিজার, টাইডাল, বুমপ্লে-এর মতো জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মে অডিও বিতরণের সুবিধা।

  • ভিডিও ও চলচ্চিত্র বিতরণ: ইউটিউব, ভিভো, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মে ভিডিও কনটেন্ট পৌঁছে দেওয়ার ব্যবস্থা।

  • ইউটিউব সিএমএস ও কনটেন্ট আইডি পরিষেবা: কনটেন্ট স্বত্ব সুরক্ষার জন্য ইউটিউব সিএমএস এবং কনটেন্ট আইডি ব্যবস্থার মাধ্যমে অধিকার নিশ্চিত করে।

  • শিল্পীস্বত্ব সুরক্ষা ও কপিরাইট ব্যবস্থাপনা: কপিরাইট সংরক্ষণ, পাইরেসি প্রতিরোধ এবং স্বত্ব সংক্রান্ত নিরাপত্তা নিশ্চিত করা।

  • রাজস্ব ব্যবস্থাপনা: গান, ভিডিও এবং অন্যান্য কনটেন্ট থেকে সর্বোচ্চ আয় করতে সহায়তা করা।

  • প্রচার ও বিপণন সহায়তা: সংগীত এবং কনটেন্টের প্রচারের জন্য বিশেষ প্রচারণা ও বিজ্ঞাপনী সহায়তা প্রদান।

  • অ-বাণিজ্যিক শিল্পী/লেবেল সুবিধা: শিল্পী ও লেবেলগুলো কোনো অতিরিক্ত খরচ ছাড়াই তাদের কনটেন্ট বিতরণ করতে পারবে।

‘দ্য সাউন্ড অন’ বাংলাদেশ, ভারত, সার্বিয়া, বসনিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের শিল্পী ও লেবেলদের সাথে কাজ শুরু করেছে। “Your Sound, Our Stage” এই স্লোগান নিয়ে, প্রতিষ্ঠানটি চায় প্রতিটি শিল্পী তার সৃষ্টিশীলতাকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে সক্ষম হোক।

রুমেল আহমদ বলেন, “দ্য সাউন্ড অন শুধু একটি ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম নয়, এটি শিল্পীদের জন্য একটি পূর্ণাঙ্গ সমাধান, যেখানে তারা তাদের কনটেন্টের সর্বোচ্চ মূল্য পাবে এবং স্বত্ব সুরক্ষিত থাকবে।”

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।