প্রচ্ছদ হেড লাইন বিএনপি ও জামায়াতকে জনগণের সাথে যে ৪ দফা চুক্তি করতে বললো পিনাকী!

বিএনপি ও জামায়াতকে জনগণের সাথে যে ৪ দফা চুক্তি করতে বললো পিনাকী!

ভোটই একমাত্র ক্ষমতায় যাওয়ার পথ না বলে মন্তব্য করেছেন লেখক, ব্লগার ও অনলাইন আ্যক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য।

তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে তিনি আরো বলেন, বিএনপি শুধু না, জামায়াতকেও বলতেছি। আপনারা নির্বাচন করবেন, যাই করবেন তার আগে জনগণের সাথে আপনাদের ন্যূনতম ৪ দফা চুক্তি করতে হবে। আপনাদের জনগণের সাথে চুক্তি করতে হবে। আমি যেই চুক্তির কথা বলতেছি এটা জনগণের চাওয়া। দরকার হলে আমি ভোট নিয়ে দেখিয়ে দিতে পারব৷ আপনারা দেখবেন জনগণ কীভাবে আমার এই ৪ দফাকে সমর্থন করে।

৪ দফায় যা আছেঃ

১) আওয়ামী ফ্যাসিবাদকে চিরতরে কবর দিতে হবে।
২) ভারতীয় আধিপত্যবাদের চিরতরে অবসান ঘটায়াইতে হবে।
৩) একটি সাম্যের সমাজ তৈরি করতে হবে।
৪) একটা ইনসাফের রাষ্ট্র কায়েম করতে হবে।

এই ৪ টি জিনিস আপনাদের ফ্রেমের ভিতর থাকলে সেটাই হবে জনগণের সাথে চুক্তিনামা।

সূত্র: জনকণ্ঠ