প্রচ্ছদ জাতীয় মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে নিহত ২ জনের পরিচয় মিলেছে

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে নিহত ২ জনের পরিচয় মিলেছে

রাজধানীর মোহাম্মদপুরের বসিলার ৪০ ফিট এলাকায় যৌথ বাহিনীর অভিযানে নিহত দুইজনের পরিচয় পাওয়া গেছে। তাদের মরদেহ বর্তমানে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে।

নিহতরা হলেন— ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ গ্রামের মো. শাহজাহান আলীর ছেলে মিরাজ হোসেন (২৫)। তিনি মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকার ৮ নম্বর রোডের সান্দামির বাড়িতে ভাড়া থাকতেন।

অন্যজন শরীয়তপুরের গোসাইরহাটের দেশভুয়াই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো. জুম্মন (২৬)। চাঁদ উদ্যান এলাকার ৫ নম্বর রোডের হুজুরের বাড়ির ভাড়াটিয়া ছিলেন তিনি।

এদিকে এ ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের মধ্যে আল আমিনের বাড়ি বরিশালে। তার বাবার নাম রহিম।

এ ছাড়া বাকিদের বাড়ি ভোলায়। তারা হলেন— আব্দুর রবের ছেলে মো. হোসেন (২৩), মো. জলিলের ছেলে মো. মিরাজ, মো. মোতাহারের ছেলে মমিনুল (২০) এবং সাঈদ খাঁর ছেলে মো. মেহেদী।

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আব্দুল মোমিন বলেন, চাঁদ উদ্যানের লাউতলায় কিছু শীর্ষ সন্ত্রাসী বৈঠক করছে— এমন খবরে যৌথ বাহিনীর একটি দল সেখানে গেলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালায়। এতে সেনাবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়।

এভাবে দুই থেকে তিন মিনিট গোলাগুলি হয়। একপর্যায়ে পাঁচজন সন্ত্রাসী চিৎকার করে আত্মসমর্পণ করে।

তিনি আরো বলেন, আত্মসমর্পণকারীদের গ্রেপ্তারের সময় তাদের দুই সহযোগী সন্ত্রাসীর গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। এ ছাড়া তাদের কাছ থেকে একটি রিভলবার ও কিছু গুলি পাওয়া যায়। আটক পাঁচজনকে থানায় নেওয়া হয়েছে।

সুত্রঃ কালের কণ্ঠে

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।