প্রচ্ছদ জাতীয় আওয়ামী লীগকে ক্ষমা করা নিয়ে সবাইকে কী হুঁশিয়ারি দিলেন পিনাকী?

আওয়ামী লীগকে ক্ষমা করা নিয়ে সবাইকে কী হুঁশিয়ারি দিলেন পিনাকী?

রাজনৈতিক দল, ছাত্র উপদেষ্টা, সরকার বা অন্য কোনো প্রতিষ্ঠান আওয়ামী লীগকে ক্ষমা করার অধিকার রাখে না—এমনটাই মন্তব্য করেছেন পিনাকী ভট্টাচার্য। তার মতে, শুধুমাত্র যাঁরা নির্যাতনের শিকার হয়েছেন, তাঁরাই ক্ষমা করতে পারেন, তাও তখনই যখন অপরাধী অনুশোচনা করে ক্ষমা চান।

সাম্প্রতিক এক পোস্টে তিনি বলেন, “ক্ষমা করার তথাকথিত মহত্বের খেলায় কেউ নামবেন না। সামলাতে পারবেন না।” তিনি আরও যোগ করেন, “দুই পয়সার ইউটিউবাররা কী করতে পারে, তা তো দেখছেন। এবার এই ক্ষমার খেলায় নামুন, দেখবেন কী হয়!”

Oplus_131072