প্রচ্ছদ হেড লাইন তামীরুল মিল্লাত শিক্ষার্থীর ওপর ছাত্রদলের হামলা

তামীরুল মিল্লাত শিক্ষার্থীর ওপর ছাত্রদলের হামলা

হেড লাইন: গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তামীরুল মিল্লাত কামিল মাদরাসার এক শিক্ষার্থীর ওপর হামলা চালিয়েছে ছাত্রদল কর্মীরা। এতে গুরুতর আহত হয়েছেন ওই শিক্ষার্থী। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরা বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, আলিম দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফজলে রাব্বিকে (১৯) একই মাদ্রাসার আলিম-১ম বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্তী ও ছাত্রদল কর্মী ভূইয়া মামুন গাজীপুরা বাসস্ট্যান্ডের পাশের বাশপট্টিতে ডেকে নিয়ে যান। সেখানে আগে থেকেই ছাত্রদলের কয়েকজন কর্মী অবস্থান করছিলেন। ফজলে রাব্বি পৌঁছানোর পর তারা লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার প্রতিবাদে রাত ৮টার দিকে তামীরুল মিল্লাত কামিল মাদরাসার প্রধান ফটকের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিল শেষে মাদরাসার প্রধান ফটকের সামনে সমাবেশ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান তারা। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান কালের কণ্ঠকে বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সূত্র: Kaler Kantho

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।