প্রচ্ছদ দেশজুড়ে ‘তুই শিবিরকে নিয়ে কী লিখেছিস’, বলেই চড়-থাপ্পড়, লাথি-ঘুষি

‘তুই শিবিরকে নিয়ে কী লিখেছিস’, বলেই চড়-থাপ্পড়, লাথি-ঘুষি

সিলেটে ছাত্রশিবিরের অতর্কিত হামলায় বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়ার এমসি কলেজ শাখার সহ-তথ্যপ্রযুক্তি সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় এক শিক্ষার্থী গুরুতর জখম হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত শিক্ষার্থী ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদ। তিনি ছাত্রাবাসের প্রথম ব্লকের ১১১ নং কক্ষের আবাসিক শিক্ষার্থী।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এমসি কলেজে ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রিয়াদের রুমমেট জুনেদ আহমদ জানান, রাতের খাবার শেষে তারা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় দরজায় প্রচণ্ড আঘাতের শব্দ পান। দরজা খুলে দেয়ার সঙ্গে সঙ্গে এমসি কলেজ ছাত্র শিবিরের ১০-১২ জন কর্মী রুমে ঢুকে রিয়াদকে লাথি দিয়ে বিছানা থেকে নিচে ফেলে দিন। এ সময় তাকে জিজ্ঞেস করেন, কুয়েটের ঘটনায় তুই শিবিরকে নিয়ে কী লিখেছিস। কোনো উত্তরের তোয়াক্কা না করেই তাকে চড়-থাপ্পড়, লাথি-ঘুষি মারতে থাকেন। এক পর্যায়ে পাশের রুম থেকে রড নিয়ে রুমে প্রবেশ করে নাজমুল ও সালমান।

তিনি আরও জানান, এ সময় তিনি এগিয়ে এলে তাকেও মারধর করে বাইরে বের করে দেয়া হয়। পরে দরজা লাগিয়ে রড দিয়ে বেধড়ক পেটানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন রিয়াদের অবস্থা গুরুতর। মাথা, পিঠ ও ডান পায়ে কয়েকস্থানে জখম হয়েছে। আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

তবে এই ঘটনায় ছাত্র শিবিরের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন এমসি কলেজ ছাত্র শিবিরের সভাপতি ইসমাইল খান সৌরভ। প্রকৃত অপরাধীদের খুঁজে বের করার আহবান জানান তিনি।

এদিকে, বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়ার এমসি কলেজ শাখার সভাপতি আলবাব তালুকদার জানান, এই ঘটনা শিবিরের কলেজ শাখার সভাপতি-সেক্রেটারি পরিকল্পিতভাবে ঘটিয়েছেন। সামান্য ফেসবুক কমেন্টের জের ধরেই এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছি তারা। আমরা বিচার চাই।

কলেজ অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ বলেন, হামলার খবর শুনে আমি হোস্টেলে গিয়েছি। আমি আহত শিক্ষার্থীকে কলেজের উপাধ্যক্ষ, শিক্ষক পরিষদ সম্পদক ও শিক্ষকদের নিয়ে হাসপাতালে গিয়ে দেখে এসছি। এই ঘটনায় আমরা পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি।

এদিকে, শাহপরাণ (রা.) থানার ওসি মো. মনির হোসেন জানান, আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত জেনে জানাচ্ছি।

সূত্র: চ্যানেল২৪

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।