প্রচ্ছদ দেশজুড়ে আমি কান টেনে মাথা আনি না, নিউজটা কে করেছে ব্যবস্থা নিন

আমি কান টেনে মাথা আনি না, নিউজটা কে করেছে ব্যবস্থা নিন

প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনকে দেশে ফেরত পাঠানো হয়েছে বলে গুজব ছড়ানো হচ্ছে সোস্যাল মিডিয়ায়। সাম্প্রতিক সময়ে এইসব গুজব নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট শেয়ার করেন ইলিয়াস হোসেন যা অনলাইন পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:

ভাইয়ারা ছড়াইতেছে, পু’লিশ আমাকে ধরে দেশে পাঠায়ে দিছে৷ পু’লিশরে বল আমারে ধরে দেশে পাঠায় দিতে তাহলে টিকেটের টাকা বেঁচে যাবে৷ আমি এখানে লি’গ্যাল স্ট্যাটাস নিয়ে থাকি আমার নামে যত মাম’লা ছিলো কোর্ট সব খারিজ করে দিয়েছে ২০২৪ সালের এপ্রিলের ১৩ তারিখে৷ আমার বিরুদ্ধে প্রতিদিন দু’একটা মিথ্যা অ’ভিযোগ যায় আমার নাকি ইসলামিক জ: দের সাথে যোগাযোগ আছে কিন্তু এখানে মিথ্যা অভিযোগে লাভ হয় না৷

এদিকে,ট্রাম্প ক্ষমতায় আসার পরে আরেক ভাইয়া আমার নামে মিথ্যা অভিযোগ করেছিলো৷ পুলিশ জানুয়ারির লাস্ট উইকে আমার বাসায় আসলে আমি আমার মামলার ডিসপজিশন সার্টিফিকেট দেখালে তারা চলে যায়৷

তবে, ভাইয়া তুমি কিন্তু ক’নভিক’টেড মাল তার উপর
বি আই এ থেকে ডি’পোর্টেশন খাওয়া ৷ কে’ইস রিওপেনের চেষ্টা করেও সর্বোচ্চ ৬ মাসের বেশি থাকতে পারবা না৷ জীবনে যা আ’কাম করছো আল্লাহ যখন ধরে ফেলবে তখন চারিদিকে অন্ধকার দেখবা৷ অতএব নিজের চিন্তা করো৷ আমি এমনিতেই দেশে যাবো আমারে পাঠানোর দরকার নাই৷ এসব গু’জববা’জদের কথায় কালকে চ্যানেল ২৪ নিউজ করে পরে আবার ভুল সংশোধনী দিয়েছে৷ চ্যানেল ২৪ বেশি ফা’তরামো করো না আমি কিন্তু আজাদ সাহেবরে ধরবো৷ আমি কান টেনে মাথা আনি না মাথা টেনে কান ধরবো৷ আজাদ সাব নিউজটা কে করেছে ব্যবস্থা নিন৷

সূত্র: ইলিয়াস হোসেনের ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।