প্রচ্ছদ দেশজুড়ে ইমামের খাটের নিচে কিশোরী​​​​​​​, এলাকাজুড়ে তুলকালাম

ইমামের খাটের নিচে কিশোরী​​​​​​​, এলাকাজুড়ে তুলকালাম

বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্ক এ প্রবনতা সমাজের একাধিক শ্রেনীতে ছড়িয়ে পড়েছে। যার মধ্যে যুক্ত হয়েছে, মসজিদের এক লেবাসধারী স্থানীয় মসজিদের ইমাম।

টাঙ্গাইলের মিয়াপুরে ১৬ বছর বয়সী মাদ্রাসা ছাত্রী প্রেমে জড়িয়েছেন ইমামের। উক্ত কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেনীর এক শিক্ষার্থী। সম্পর্কের শুরু গোপনে, যা এক বছর ধরে চলে। কিশোরী জানান, উক্ত ইমামের সাথে তার ভালোবাসার সম্পর্ক, যা বিয়ের সম্পর্ককে অতিক্রম করে।

এমন অনৈতিক সম্পর্ক জানার পর গ্রাম জুড়ে উত্তেজনা সৃষ্টি হয়। ইমামকে মসজিদ থেকে বরখাস্তের দাবী তুলে গ্রামবাসী। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের দ্বায়িত্ব নেয়।

পুলিশ ইমামের ঘড়ে তল্লাশি চালানোর সময়, তার খাটের নিচ থেকে উদ্ধার করা হয় এই কিশোরীকে।

সূত্র: জনকণ্ঠ

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।