প্রচ্ছদ মিডিয়া শামীমের সঙ্গে হলুদ ও বিয়ের ছবি ভাইরাল, যা বললেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

শামীমের সঙ্গে হলুদ ও বিয়ের ছবি ভাইরাল, যা বললেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

মিডিয়া: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছোটপর্দার আলোচিত অভিনেতা শামীম হাসান সরকার ও অভিনেত্রী তানিয়া বৃষ্টির ‘বিয়ের’ ছবি ঘুরে বেড়াচ্ছে। কয়েকদিন আগেই বিয়ের সাজে কয়েকটি ছবি নিজেদের ফেসবুকে পোস্ট করেছেন দুই তারকা। তারপরই শুরু হয় নানা আলোচনা-সমালোচনা ও চর্চা।

শামীম-তানিয়ার বিয়ের ছবিগুলো চোখে পড়তেই ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা প্রশ্ন করতে থাকেন―তাহলে কী বিয়ে করেছেন এই জুটি? এ ধরনের নানা প্রশ্ন থাকলেও সেই জল্পনাকল্পনার মধ্যে ঘি ঢেলে দেয় অভিনেত্রীর হলুদের শাড়ি পরা একটি ছবি। হলুদ শাড়িতে, হলুদের সাজে ধরা দিয়ে ছবির সঙ্গে জুড়ে দেন ‘থার্সডে স্টিকার।’

অভিনেত্রী তানিয়ার ক্যাপশন থেকে এটা বোঝা যায়, বৃহস্পতিবার হলুদ শাড়ি পরেছিলেন তিনি। আর পরদিন শুক্রবার অভিনেতা শামীমের সঙ্গে বিয়ের সাজে ছবি পোস্ট করেন। এসব ছবি ফেসবুকে ছড়িয়ে পড়তেই তাদের শুভেচ্ছা জানাতে থাকেন সবাই। তবে কেউ কেউ ধারণা করেছিলেন, হয়তো কোনো নাটকের দৃশ্য বলে মন্তব্য করবেন শামীম-তানিয়া। এ নিয়ে শুরু থেকে দু’জন ছিলেন নীরব ভূমিকায়। এ থেকেই আবার ভক্তমহলে জল্পনাকল্পনার পাশাপাশি বিভ্রান্তির সৃষ্টি হয়। বিষয়টি বুঝতে পেরে এবার মূল রহস্য ফাঁস করলেন অভিনেত্রী। তানিয়া জানালেন, ছবিগুলো একটি নাটকের বিয়ের দৃশ্যের। বাস্তবের কোনো বিয়ের নয়। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল পৌনে পাঁচটার দিকে বিয়ের সাজের ছবির মন্তব্যের ঘরে তানিয়া অনেকটা মজা করে লেখেন, ‘কেউ ঠেলা ঠেলি করবেন না। এটি একটি পূর্ণদৈর্ঘ্য বাংলা নাটক।’ একই কথা জানান অভিনেতা শামীম। তিনি তার ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে লেখেন, ‘অভিনন্দন এবং শুভ কামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। এটা আমাদের নতুন নাটকের শুটিংয়ের ছবি। চিয়ারস।’

সূত্র: Channel 24

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।