প্রচ্ছদ জাতীয় সিভিল সার্জন কার্যালয়ের ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠল শেখ হাসিনার বাণী

সিভিল সার্জন কার্যালয়ের ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠল শেখ হাসিনার বাণী

মুন্সিগঞ্জে সিভিল সার্জন কার্যালয়ে ডিজিটাল স্ক্রিনে এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী প্রচারের ঘটনা ঘটেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কার্যালয়টির ভবনের বোর্ডে ভেসে উঠে ওই বানী। এ সময় পথচারীরা বোর্ডের ভিডিও ধারণ করে রাখে। বিষয়টি নিয়ে স্থানীয় ও বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের সর্ব উপরের তলায় সিভিল সার্জন কার্যালয় বোর্ডের নিচেই ডিজিটাল স্ক্রিন রয়েছে। শনিবার রাতে স্থানীয়রা সেই স্ক্রিনে শেখ হাসিনার বাণী দেখতে পায়। যেখানে শেখ হাসিনার নামের শেষে ‘মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’ পদবী উল্লেখ করা ছিলো।

এদিকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সাড়ে ৬ মাস পর কিভাবে আবার প্রধানমন্ত্রীর বানী প্রচার হলো তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে অনেকে।

বিষয়টি জানতে চাইলে চ্যানেল 24- অনলাইনকে সিভিল সার্জন ডা. মঞ্জুরুল আলম বলেন, বোর্ডে শেখ হাসিনার স্বাস্থ্য বার্তা প্রচার হয়েছে। ৫ আগস্টের পর থেকে ডিজিটাল বোর্ডটি বন্ধ ছিলো। তবে রাতে নাইট গার্ড বাতি প্রজ্বলন করতে গিয়ে বোর্ডটি ভুল করে চালু করে দেয়। ঘটনাটি শুনার পর রাত ১১টায় সেটি বন্ধ করা হয়েছে। সে ছোট কর্মচারী, কি ব্যবস্থা নেব বলেন?