
ভারত-পাকিস্তানের বৈরিতার কথা সবার জানা। এ বৈরিতার ধারাবাহিকতায় সীমন্তেও উত্তেজনা প্রায়ই চরমে পৌঁছায়। কিন্তু এবার পাকিস্তান করেছে এক অস্বাভাবিক কাজ। আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে তারা নির্মাণ করছে সৌচাগার। তবে কেন এমন পদক্ষেপ পাকিস্তানের?
পাকিস্তানের বড় চালে ভারতের জন্য আবার নিয়ে এলো একটি কড়া বার্তা। ভারত-পাকিস্তান সীমান্তের কাছে রাজস্থানের বারমের এলাকায় পাকিস্তান সেনাবাহিনী একধরনের প্রতিরোধ ব্যবস্থা থৈরি করেছে যা দেখে বিস্মিত হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
১৫০ গজের মধ্যে এই প্রতিরক্ষা ব্যবস্থাটি এমন এক অস্থায়ী নির্মাণ যা দেখে মনে হচ্ছে সৌচাগারের মতো। তবে বিএসএফের মতে এটি আসলে একটি বাংকার এবং তারা এতে আপত্তি প্রকাশ করেছে।
 
            






































