ধর্মীয় : ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে সেই স্থানে রামমন্দির উদ্বোধন ঘিরে হামলার হুমকি ছিল সপ্তাহজুড়ে। পাকিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠী জইশ-এ-মুহাম্মদ গত ১৬ জানুয়ারি হামলার সুস্পষ্ট হুঁশিয়ারি দেয়। এর পর থেকে অযোধ্যাসহ গোটা উত্তর প্রদেশে নিরাপত্তা জোরদার করা হয়। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধান অতিথি হিসেবে দুপুরে সেই রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা করেন। আর সেই ঐতিহাসিক মুহূর্তের পরই উচ্ছ্বাসে ফেটে পড়ে হিন্দুঅধ্যুষিত ভারতের অধিকাংশ বাসিন্দা।।
তবে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণে হিন্দু সম্প্রদায় খুশি হলেও বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন স্থানীয় মুসলিমরা। তাদের অনেকে নিরাপত্তাহীনতার ভুগছেন। হিন্দু-মুসলমানদের একধরনের সংঘাতের আশঙ্কাময় পরিস্থিতির মধ্যে দিয়ে জয় শ্রীরাম ধ্বণিতে যাত্রা শুরু করলো রামমন্দির। তবে অযোধ্যার কয়েক হাজার কিলোমিটার দূরে কর্ণাটকে ঘটেছে ব্যতিক্রমী এক ঘটনা। সেখানে রামভক্তদের জয়যাত্রার মধ্যে মোটরসাইকেল চালিয়ে ঢুকে পড়েন এক নারী।
তার সঙ্গে ছিল তার সন্তান। এসময় জয় শ্রীরাম স্রোতের বিপরীতে একাই গলা ফাটিয়ে আল্লাহু-আকবর শ্লোগান দিতে থাকেন তিনি। ওই ধ্বনি শুনে হঠাৎ চমকে ওঠেন অনেক রামভক্ত। এসময় আল্লাহু-আকবর ধ্বনি তোলা নারীর দিকে তেড়ে যান তারা। সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা ওই নারী ও তার সন্তানকে হামলা থেকে বাঁচান এবং হেফাজতে নেন। ঘটনাটি ঘটেছে শিবামোগ্গার শিবাপ্পানায়ক স্থানে।
কর্ণাটকে পুলিশ জানায়, অযোধ্যার রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের প্রতি সংহতি জানিয়ে স্থানীয় একটি হিন্দু সংগঠনের পক্ষ থেকে সেখানে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে দেবতার রামের নাম উচ্চারণ করছিলেন শত শত ভক্ত। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক নারী আল্লাহ-আকবর (আল্লাহ বড়) শ্লোগান তোলেন। এতে সেখানে শোরগোল পড়ে যায় এবং রামভক্তরা উত্তেজিত হয়ে পড়েন।
শিবামোগ্গার পুলিশ সুপার (এসপি) জিকে মিথুন জানিয়েছেন, আল্লাহু আকবর ধ্বনি তোলা ওই নারী মানসিকভাবে অসুস্থ ছিলেন। তার বাবাসহ পরিবারের কয়েক সদস্য এ তথ্য দিয়েছে। কয়েকমাস ধরে তিনি অসুস্থ ছিলেন। তার অন্য কোন উদ্দেশ্য ছিল না।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |