প্রচ্ছদ হেড লাইন যেভাবে আটক হলেন মহিলা যুবলীগ নেত্রী উম্মে হানি সেতু

যেভাবে আটক হলেন মহিলা যুবলীগ নেত্রী উম্মে হানি সেতু

রাজধানী ঢাকায় সড়কে যৌথ বাহিনীর তল্লাশির মুখে পড়েন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী যুব মহিলা লীগের সহসভাপতি উম্মে হানি সেতু। এ সময় তার ফোনে থাকা কিছু তথ্যে যৌথ বাহিনী বুঝতে পারে তিনি রাজনীতির সঙ্গে জড়িত। পরে তাকে সন্দেহভাজন হিসেবে আটক দেখিয়ে আদালতে পাঠানো হলে জামিন লাভ করেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে খবর আসে উম্মে হানি সেতু একাধিক মামলার আসামি।

এ অবস্থায় ঢাকার ধানমণ্ডি থানা পুলিশ তাকে আবার গ্রেপ্তার করে। উম্মে হানি সেতুকে ব্রাহ্মণবাড়িয়ার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে জামিন নামঞ্জুর করা হয়। ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদ সাংবাদিকদের জানান, আবাহনী খেলার মাঠের পাশে সড়কে সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর অভিযান পরিচালনার সময় উম্মে হানি সেতুকেও তল্লাশি করা হয়। এ সময় তার মোবাইল ফোন থেকে কিছু তথ্য পাওয়া যায়।

তখন তিনি জানান, আগে যুবলীগের নেত্রী থাকলেও এখন রাজনীতির সঙ্গে নেই। এ অবস্থায় তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। শুক্রবার ঢাকার আদালত থেকে তিনি জামিন পান। এরই মধ্যে ব্রাহ্মণবাড়িয়া থানা থেকে খবর আসে উম্মে হানির বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এ তথ্যের ভিত্তিতে আবার তাকে গ্রেপ্তার করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফফর হোসেন জানান, শনিবার সকালে ঢাকা থেকে উম্মে হানি সেতুকে আটকের পর ব্রাহ্মণবাড়িয়া থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে তিনটি মামলা চলমান রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সূত্র: কালের কণ্ঠ