হেড লাইন: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ডিগ্রি কলেজে প্রথমবারের মতো ৯ সদস্যবিশিষ্ট ছাত্রদলের কমিটি হয়েছে। কমিটিতে সভাপতি-সাধারণ সম্পাদকসহ সাতজন নারী শিক্ষার্থী স্থান পেয়েছেন। কমিটিতে দুজন ছাত্রকে রাখা হয়েছে। কমিটি ঘোষণার পরপর বিষয়টি ফেসবুকে ভাইরাল হয়। অনেকেই বলছেন, এ কমিটি নারীর অগ্রযাত্রার উজ্জ্বল নিদর্শন হয়ে থাকবে।
গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন ও সদস্যসচিব সমীর চক্রবর্তী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চাতলপাড় ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি করা হয়েছে কনিকা আক্তারকে ও সাধারণ সম্পাদক হয়েছেন দেওয়ান নুসরাত। কমিটির অন্যান্য গুরত্বপূর্ণ পদেও নারীদের প্রাধান্য ফুটে উঠছে।
কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন পুষ্পা আক্তার, সহসভাপতি পদে রয়েছেন আয়েশা সিদ্দিক পান্না ও মুক্তা আক্তার। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নূসরাত জাহান তনু ও নাজনীন আক্তার। ছাত্র সদস্য হিসেবে রয়েছেন দুই জন। তানভীর মিয়া, যিনি যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেয়েছেন এবং মো. ইকবাল হোসেন, তিনি সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন। কমিটিকে আগামী ৩০ দিনে মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটির সভাপতি কনিকা আক্তার বলেন, ‘জুলাই-আগস্টের বিপ্লব আমাদের শিখিয়ে গেছেন নারীরা। তারা চাইলেই সব কিছু করতে পারেন। ফ্যাসিস্ট হাসিনাকে পতনের নেপথ্যে কিন্তু নারীদের ভূমিকা ছিল সবার আগে। এ ছাড়া আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও চাইছেন নারী নেতৃত্ব এগিয়ে আসুক। জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী এ কমিটি বিষয়ে এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘নারীদের প্রতি সমাজের নেতিবাচক মনোভাব পাল্টে দিতে হবে। তোমাদের সুন্দর কার্যক্রমের মাধ্যমে এগিয়ে যাও সুন্দর সমাজ গড়ার লক্ষ্য নিয়ে।’
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী শনিবার সন্ধ্যায় কালের কণ্ঠকে বলেন, ‘কলেজে ছাত্রদলের কার্যক্রম পরিচালনার সময় মেয়েদের এগিয়ে আসা দেখে অবাক হই। ফরম বিতরণ কাজে তারা দারুণভাবে এগিয়ে আসে। তাদের দিয়ে একটি অনুষ্ঠানও করাই। এসব আয়োজনে সে তুলনায় ছেলেরা কম এগিয়ে আসে। এ কমিটি গঠনের মধ্য দিয়ে তাদের কাজের মূল্যায়ন করা হয়েছে। এ ছাড়া আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা রয়েছে যে নারীদের রাজনীতিতে আরো বেশি প্রাধান্য দিতে হবে।’সূত্র: Kaler Kantho
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |