প্রচ্ছদ জাতীয় আমরা যখন সরকারের অত্যাচার সহ্য করেছি, তোমরা তখন ছাত্রলীগ করতা

আমরা যখন সরকারের অত্যাচার সহ্য করেছি, তোমরা তখন ছাত্রলীগ করতা

বিএনপি নেতা হাবিব উন নবী সোহেল এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে সদ্য আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক দল সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, “তরুণদের রাজনীতির প্রতি আগ্রহ স্বাভাবিক, তারা রাজনীতি করতেই পারে, তবে বক্তব্য প্রদানেও দায়িত্বশীল হতে হবে।”

সোহেল বলেন, “কিছুদিন আগে তারা বলেছে, আমাদের ব্যানার ধরার জন্য পাঁচজন লোকও ছিল না। কিন্তু আমাদের জনসমাগম তারা কখন দেখেছে?”

তিনি উল্লেখ করেন, “আমরা যখন মিছিল-মিটিং করেছি এবং সরকারের নির্যাতন সহ্য করেছি, তখন তারা ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিল। আমি বড় বড় সমাবেশের কথা বাদ দিলাম, কিন্তু আমাদের বিভাগীয় সমাবেশগুলোতে যে পরিমাণ জনসমাগম হয়েছে, তা তারা সারা জীবনে দেখেনি।”

বিএনপি নেতা আরও বলেন, “তারা বলছে, আমাদের পাঁচজন কর্মীও নাকি ছিল না। অথচ তারা ছাত্রলীগ করেছে জীবনের নিরাপত্তার কথা ভেবে। আর আমাদের জীবন ঝুঁকির মধ্যে থেকেও রাজনীতি করতে হয়েছে।”

তিনি অভিযোগ করে বলেন, “আমাদের গুম করা হতে পারে, আমাদের পঙ্গু করা হতে পারে, আমাদের স্ত্রী-সন্তানেরা প্রিয়জন হারাতে পারে—এই জেনেও আমরা রাজনীতি করেছি। আমরা শেখ হাসিনার গুণ্ডাবাহিনীর অস্ত্রের মুখেও লড়াই করেছি, আমরা আওয়ামী লীগ করিনি, বরং হাসিনার শাসনের মোকাবিলা করেছি।”